প্রত্যাশা ডেস্ক : চলছে রমজান মাস। পবিত্র রমজান মাস জুড়েই রয়েছে মুমিনের জন্য অফুরন্ত রহমত, ক্ষমা ও নাজাত পাওয়ার সুযোগ। এ কারণে ইবাদত-বন্দেগী এবং দোয়া-দরুদের মাধ্যমে মাসটি অতিবাহিত করে থাকেন মুমিনগণ।
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে রয়েছে এই দোয়া। মহান আল্লাহ তা’আলার অপার রহমতের উসিলা লাভে ধন্য হতে রোজার ২৩ তম দিনে একটি দোয়া নিচে তুলে ধরা হলো-
দোয়া: الیوم الثّالث والعشرون : اَللّـهُمَّ اغْسِلْنی فیهِ مِنَ الذُّنُوبِ، وَطَهِّرْنی فیهِ مِنَ الْعُیُوبِ، وَامْتَحِنْ قَلْبی فیهِ بِتَقْوَى الْقُلُوبِ، یا مُقیلَ عَثَراتِ الْمُذْنِبینَ।
উচ্চারণ: আল্লাহুম্মাগ্সিল্-নী ফীহি মিনায্ যুনুব, ওয়া ত্বাহ্হিরনী ফীহি মিনাল্ উয়ুব, ওয়াম্তাহিন ক্বালবী ফীহি বিতাক্বওয়াল্ ক্বুলুব, ইয়া মুক্বিলা আ’সার-তিল মুযনিবীন।
বাংলা অর্থ: হে আল্লাহ! আমার সকল গুনাহ ধুয়ে মুছে পরিস্কার করে দাও। আমাকে সব দোষ-ত্রুটি থেকে পবিত্র কর। তাকওয়া ও খোদাভীতির মাধ্যমে আমার অন্তরকে সকল পরিক্ষায় উত্তীর্ণ কর। হে অপরাধীদের ভুল-ত্রুটি মার্জনাকারী।
২৩ রমজানে যে দোয়া পড়বেন
ট্যাগস :
২৩ রমজানে যে দোয়া পড়বেন
জনপ্রিয় সংবাদ