ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

২১ হাজার ইয়াবাসহ ঢাকায় ধরা ৪

  • আপডেট সময় : ০২:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় দুই অভিযানে ২১ হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শুক্রবার ভোর থেকে বিকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন-গাড়ি চালক মাহমুদুল করিম (৪৩), মাদক ব্যবসায়ী রুমা আক্তার (৪২), নকিবুল ইসলাম (২১) ও মোস্তফা কামাল ওরফে কামাল (৩২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার ভোরে বাড্ডা এলাকায় ‘মারসা ট্রান্সপোর্ট’ নামের একটি বাস আটক করে এটির চালক মাহমুদুল ও ওই বাসের যাত্রী রুমাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ৪৮২৭টি ইয়াবা পাওয়া যায়। সংস্থার আরেকটি দল ভাটারা এলাকায় অভিযান চালিয়ে নকিবুল ও কামাল নামের দুজনকে গ্রেপ্তার করে। তাদের দেহ তল্লাশি চালিয়ে ২১ হাজার ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা দেশের সীমান্তবর্তী এলাকা টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করে আসছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২১ হাজার ইয়াবাসহ ঢাকায় ধরা ৪

আপডেট সময় : ০২:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় দুই অভিযানে ২১ হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শুক্রবার ভোর থেকে বিকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন-গাড়ি চালক মাহমুদুল করিম (৪৩), মাদক ব্যবসায়ী রুমা আক্তার (৪২), নকিবুল ইসলাম (২১) ও মোস্তফা কামাল ওরফে কামাল (৩২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার ভোরে বাড্ডা এলাকায় ‘মারসা ট্রান্সপোর্ট’ নামের একটি বাস আটক করে এটির চালক মাহমুদুল ও ওই বাসের যাত্রী রুমাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে ৪৮২৭টি ইয়াবা পাওয়া যায়। সংস্থার আরেকটি দল ভাটারা এলাকায় অভিযান চালিয়ে নকিবুল ও কামাল নামের দুজনকে গ্রেপ্তার করে। তাদের দেহ তল্লাশি চালিয়ে ২১ হাজার ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা দেশের সীমান্তবর্তী এলাকা টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করে আসছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।