সিরাজগঞ্জ সংবাদদাতা : হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের তাড়াশে আব্দুস সালাম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এই রায় দেন। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। দ-প্রাপ্ত আব্দুস সালাম চাঁপাইনবাবগঞ্জ জেলার রেহাইচর আদর্শপাড়া গ্রামের নাঈম উদ্দিনের ছেলে। জানা যায়, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর একটি ট্রাকে আব্দুস সালামের দেহ তল্লাশি করে ২০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।