চট্টগ্রাম প্রতিনিধি : হাটহাজারীতে রেললাইনের ওপর বসেছে কোরবানির পশুর হাট। সপ্তাহে দুইদিন রোববার ও বৃহস্পতিবার অনুমোদন ছাড়াই এই হাটে চলছে বেচাকেনা। এতে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জানা গেছে, রেলওয়ের নিষেধ উপেক্ষা করেই রেললাইনের ওপর পশুর হাট পরিচালনা করছে বাজার ইজারাদাররা। হাটহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ফকরুল আলম বলেন, রেললাইনে অবৈধ পশুর হাট বসানোর ব্যাপারে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।
ইজারাদারদের একজন আবদুল মাবুদ দাবি করেন, এই জায়গা ইজারা না হলেও প্রশাসনের পক্ষ থেকে কয়েকজনকে কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, হাটহাজারীতে এখনো কোনো পশুর হাটের অনুমোদন দেওয়া হয়নি। রেললাইনের ওপর হাট বসানো যাবে না। এ ব্যপারে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক মো. আনিসুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করতে দুইজন প্রতিনিধি পাঠানো হয়েছে। স্টেশন মাস্টারকে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।