ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিন দাবি

  • আপডেট সময় : ০২:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না রাখা, স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটারদের আগাম স্বাক্ষর এবং মাত্রাতিরিক্ত জামানত প্রদানের আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নামে একটি সংগঠন।
গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন করে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।
মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী বলেন, বাংলাদেশের বর্তমান নির্বাচনী আইন কানুন সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছ। সরকার নিজের স্বার্থে এই আইনকে ব্যবহার করছে। এখন বলছেন দলীয় প্রতীক বাদ দেবে কিংবা ভোটারদের আগাম স্বাক্ষরের বিধান বাতিল করবে। কিন্তু দুই লক্ষ টাকা জামানতের বিধান চালু করবে। এই ধরনের গণবিরোধী আইন বাতিল করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক, আগাম স্বাক্ষর বাতিল করতে হবে। জামানতের পরিমাণ বাড়ানো যাবে না। বাংলাদেশে ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখা যাবে না, ভোটারদের জন্য আগাম স্বাক্ষর এবং মাত্রাতিরিক্ত জামানত প্রদানের আইন বাতিল করতে হবে। অতিবিলম্বে আইন করে নির্বাচনী গেজেট প্রকাশ করতে হবে। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে প্রতিনিধি হওয়ার সুযোগ ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বর্তমান নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে এক হাজার টাকা জামানত ও ১০০ টাকায় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করতে হবে। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সিনিয়র সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল করিম রিংকু, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা শাহ আলম, ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য বিমল বেশরা, মোছা. রুমিনা মনি প্রমুখ।

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিন দাবি

আপডেট সময় : ০২:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না রাখা, স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটারদের আগাম স্বাক্ষর এবং মাত্রাতিরিক্ত জামানত প্রদানের আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নামে একটি সংগঠন।
গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন করে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।
মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী বলেন, বাংলাদেশের বর্তমান নির্বাচনী আইন কানুন সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছ। সরকার নিজের স্বার্থে এই আইনকে ব্যবহার করছে। এখন বলছেন দলীয় প্রতীক বাদ দেবে কিংবা ভোটারদের আগাম স্বাক্ষরের বিধান বাতিল করবে। কিন্তু দুই লক্ষ টাকা জামানতের বিধান চালু করবে। এই ধরনের গণবিরোধী আইন বাতিল করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক, আগাম স্বাক্ষর বাতিল করতে হবে। জামানতের পরিমাণ বাড়ানো যাবে না। বাংলাদেশে ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখা যাবে না, ভোটারদের জন্য আগাম স্বাক্ষর এবং মাত্রাতিরিক্ত জামানত প্রদানের আইন বাতিল করতে হবে। অতিবিলম্বে আইন করে নির্বাচনী গেজেট প্রকাশ করতে হবে। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে প্রতিনিধি হওয়ার সুযোগ ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বর্তমান নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে এক হাজার টাকা জামানত ও ১০০ টাকায় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করতে হবে। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সিনিয়র সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল করিম রিংকু, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা শাহ আলম, ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য বিমল বেশরা, মোছা. রুমিনা মনি প্রমুখ।