ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

  • আপডেট সময় : ১২:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকায় স্ত্রী সুমি আক্তারকে (২২) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী রুপন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে। গ্রেপ্তার রুপন আহমেদ রুপা ঘোড়াশালের মিয়া পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। নিহত স্ত্রী সুমি আক্তার একই গ্রামের ফজলুর রহমানের মেয়ে। জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত রুপন আহমেদ পলাতক ছিলেন। গতকাল সোমবার ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানা এলাকা থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. হারুনুর রশীদ বিপিএম। এ ঘটনায় নিহত সুমির বাবা বাদী হয়ে পলাশ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, প্রায় ৭ বছর আগে মিয়া পাড়া গ্রামের রুপন আহমেদ রুপার সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। দুই বছর আগে সুমি আক্তার সৌদি আরবে কাজ করতে পাড়ি জমান। তিনি দেড় মাস আগে ছুটি নিয়ে বাড়িতে আসলে তার স্বামীর রুপনের সঙ্গে টাকা পয়সা নিয়ে বিভিন্ন সময় ঝগড়া লেগে থাকতো। এর জেরে গত শনিবার রাতে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ খাটের নিচে রেখে দেয়। পরে সকালে তার চার বছরের এক ছেলে সন্তানকে নিহত সুমির বোনের কাছে রেখে পালিয়ে যায় রুপন। ঘটনার পর পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে সোমবার ভোরে অভিযুক্ত স্বামীকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউনূস-রুবিও ফোনালাপ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বাড়াতে জোর

স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকায় স্ত্রী সুমি আক্তারকে (২২) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী রুপন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে। গ্রেপ্তার রুপন আহমেদ রুপা ঘোড়াশালের মিয়া পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। নিহত স্ত্রী সুমি আক্তার একই গ্রামের ফজলুর রহমানের মেয়ে। জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত রুপন আহমেদ পলাতক ছিলেন। গতকাল সোমবার ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানা এলাকা থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. হারুনুর রশীদ বিপিএম। এ ঘটনায় নিহত সুমির বাবা বাদী হয়ে পলাশ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, প্রায় ৭ বছর আগে মিয়া পাড়া গ্রামের রুপন আহমেদ রুপার সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। দুই বছর আগে সুমি আক্তার সৌদি আরবে কাজ করতে পাড়ি জমান। তিনি দেড় মাস আগে ছুটি নিয়ে বাড়িতে আসলে তার স্বামীর রুপনের সঙ্গে টাকা পয়সা নিয়ে বিভিন্ন সময় ঝগড়া লেগে থাকতো। এর জেরে গত শনিবার রাতে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ খাটের নিচে রেখে দেয়। পরে সকালে তার চার বছরের এক ছেলে সন্তানকে নিহত সুমির বোনের কাছে রেখে পালিয়ে যায় রুপন। ঘটনার পর পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে সোমবার ভোরে অভিযুক্ত স্বামীকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।