অর্থ-বাণিজ্য ডেস্ক : রাজধানীর ধানমন্ডির অরচার্ড পয়েন্ট শপিং কমপ্লেক্সে চালু হয়েছে ফ্যাশন ব্র্যান্ড ‘সেলাই’র চতুর্থ শাখা। ইতোমধ্যে রাজধানীর গুলশান, বনানী ও উত্তরাতে তিনটি শাখা রয়েছে ‘সেলাই’র। গত শুক্রবার (২৭ আগস্ট) রাতে আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করা হয়। ‘সেলাই’ কর্ণধার ও নারী উদ্যোক্তা রুবাবা আকতার বলেন, ধানমন্ডিবাসীদের অনেক দিনের চাহিদার প্রতিফলন এটি। এর আগে তাদের শপিং করতে শহরের যানজট ও কোলাহল পেরিয়ে আমাদের বনানী আউটলেটে যেতে হতো। এখন থেকে ‘সেলাই’র অরচার্ড পয়েন্টের এই আউটলেটটিতেই এক্সক্লুসিভ সব কালেকশন পেতে যাচ্ছেন ধানমন্ডিবাসী। ‘সেলাই’র আরেক কর্ণধার আরিফ চৌধুরী বলেন, আমরা ক্রেতা বান্ধব সেবা দিয়ে থাকি। ক্রেতারা আমাদের কাছে আশীর্বাদ। আমরা আমাদের ধানমন্ডি শাখাকে এমনভাবে সাজিয়েছি যেন তারা ঘরোয়া পরিবেশে শপিংয়ের অভিজ্ঞতা পায়।