ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

সেতু ভবনে নাশকতা: রিজভী-পরওয়ারসহ ছয়জন রিমান্ডে

  • আপডেট সময় : ০২:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার বনানীতে সেতু ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের নাশকতা মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সদ্য নিষিদ্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ছয়নজনকে রিমান্ডে দিয়েছে আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালত এ আদেশ দেয়। রিমান্ডের অন্য আসামিরা হলেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. আমিনুল হক, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এমএ সালাম।
এর আগে আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া। এ দিন আসামিদের পক্ষে মাসুদ আহমেদ তালুকদার, জয়নুল আবেদীন মেজবাহ, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ২৮ জুলাই কাফরুল থানাধীন কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ ৮ জনের ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয় আদালত। তবে বৃহস্পতিবার নুরুল হক নুর ও মাহমুদুস সালেহিন বাদে অন্য আসামিদের বনানী থানার মামলায় রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে চলে আসা কোটা সংস্কার আন্দোলন ১৫ তারিখ থেকে সহিংস হয়ে ওঠে। ১৬ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে সংঘাত-সহিংসতায় অনেক মানুষ হতাহত হন। এর মধ্যে ১৮ জুলাই আন্দোলনকারীরা দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি দেয়। তাদের আন্দোলনে সর্বাত্মক সমর্থন দেয় বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো। এ দিন ঢাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। জ্বালিয়ে দেওয়া হয় সেতু ভবন। বিভিন্ন সংবাদমাধ্যম এই সহিংসতায় দুই শতাধিক প্রাণহানির তথ্য দিচ্ছে, যেখানে সরকার বলছে তাদের কাছে ১৪৭ জনের মৃত্যুর তথ্য রয়েছে। সেতু ভবনে হামলার ঘটনায় ঘটনায় ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে। এ মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের দুই দফায় আট দিনের রিমান্ড হয়।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

সেতু ভবনে নাশকতা: রিজভী-পরওয়ারসহ ছয়জন রিমান্ডে

আপডেট সময় : ০২:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার বনানীতে সেতু ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের নাশকতা মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সদ্য নিষিদ্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ছয়নজনকে রিমান্ডে দিয়েছে আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালত এ আদেশ দেয়। রিমান্ডের অন্য আসামিরা হলেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. আমিনুল হক, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এমএ সালাম।
এর আগে আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া। এ দিন আসামিদের পক্ষে মাসুদ আহমেদ তালুকদার, জয়নুল আবেদীন মেজবাহ, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ২৮ জুলাই কাফরুল থানাধীন কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ ৮ জনের ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয় আদালত। তবে বৃহস্পতিবার নুরুল হক নুর ও মাহমুদুস সালেহিন বাদে অন্য আসামিদের বনানী থানার মামলায় রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে চলে আসা কোটা সংস্কার আন্দোলন ১৫ তারিখ থেকে সহিংস হয়ে ওঠে। ১৬ জুলাই থেকে ২১ জুলাইয়ের মধ্যে সংঘাত-সহিংসতায় অনেক মানুষ হতাহত হন। এর মধ্যে ১৮ জুলাই আন্দোলনকারীরা দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি দেয়। তাদের আন্দোলনে সর্বাত্মক সমর্থন দেয় বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো। এ দিন ঢাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। জ্বালিয়ে দেওয়া হয় সেতু ভবন। বিভিন্ন সংবাদমাধ্যম এই সহিংসতায় দুই শতাধিক প্রাণহানির তথ্য দিচ্ছে, যেখানে সরকার বলছে তাদের কাছে ১৪৭ জনের মৃত্যুর তথ্য রয়েছে। সেতু ভবনে হামলার ঘটনায় ঘটনায় ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে। এ মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের দুই দফায় আট দিনের রিমান্ড হয়।