নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। পাশাপাশি লেনদেন অনেকটাই কমেছে। গতকাল মঙ্গলবার ডিএসইতে ৭৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯২ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৮৪ টির, কমেছে ১৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৮৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৬ পয়েন্টে নেমে আসে। এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৫৯ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ০ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।