ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকের বাসার গ্রিল কেটে ২০ ভরি স্বর্ণ ও আড়াই লাখ টাকা চুরি

  • আপডেট সময় : ০৬:২৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সূত্রাপুরে অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কমের জ্যেষ্ঠ প্রতিবেদক গৌতম চন্দ্র ঘোষের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোররা জানালার গ্রিল কেটে থেকে প্রায় ২০ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন সাংবাদিক গৌতম।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সূত্রাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের রূপলাল দাস লেনের একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৫ নভেম্বর) সূত্রাপুর থানায় এ বিষয়ে অভিযোগ দিয়েছেন গৌতম চন্দ্র ঘোষ। তিনি অভিযোগে বলেন, গত বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে আমার ২৩/সি রূপলাল দাস লেনস্থ ভাড়াবাসা (২য় তলার ফ্ল্যাট নং এ-২) তালা দিয়ে ঘরের সবাই পারিবারিক কারণে মুন্সিগঞ্জ যাই। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মুন্সিগঞ্জ থেকে ফিরে রাত ১০টায় আমার ফ্ল্যাটের মূল দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করি। কিন্তু তিন রুমের ফ্ল্যাটের মধ্যে দুই রুমের দরজা খুলতে পারলেও অপর রুমের দরজার তালা ভেতর থেকে লক থাকার কারণে একাধিকবার চেষ্টা করেও সেখানে ঢুকতে পারিনি। পরে রাত প্রায় ১০টা ৪০ মিনিটে আমি আমার পাশের বিল্ডিংয়ের ভাড়াটিয়াদের মাধ্যমে জানতে পারি যে, আমার ওই রুমের জানালার গ্রিল কাটা। এরপর কাটা গ্রিল দিয়ে মহল্লার আমার পরিচিত এক লোকের সহযোগিতায় আমার ওই রুমের দরজাটি খুলতে পারি। গৌতম চন্দ্র ঘোষ অভিযোগে আরও বলেন, রুমে প্রবেশ করার পর দেখতে পাই যে, আমার রুমে থাকা স্টিলের আলমিরার তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। আলমিরার ভেতরে থাকা আমার মায়ের একজোড়া স্বর্ণের বালা—যার ওজন ২ ভরি, কানের টানাসহ একজোড়া স্বর্ণের দুল—যার ওজন ১ ভরি, স্বর্ণের ১টি বড় হার—যার ওজন ২ ভরি, ১টি স্বর্ণের লকেট—যার ওজন ৮ আনা, ১টি স্বর্ণের আংটি—যার ওজন ৬ আনা; আমার বড় ভাইয়ের স্ত্রীর এক জোড়া স্বর্ণের বালা—যার ওজন ২ ভরি, একজোড়া স্বর্ণের চূড়ি—যার ওজন ৩ ভরি, একটি স্বর্ণের কণ্ঠচিক—যার ওজন ২ ভরি, একজোড়া স্বর্ণের কানের দুল—যার ওজন ১০ আনা, একজোড়া স্বর্ণের কানের টানা—যার ওজন ১২ আনা, একটি স্বর্ণের আংটি—যার ওজন ১২ আনা, একটি স্বর্ণের আংটি—যার ওজন ৬ আনা, ১টি স্বর্ণের গলার চেইন—যার ওজন ১০ আনা, একজোড়া ছোট স্বর্ণের কানের দুল—যার ওজন ৪ আনা; আমার বড় ভাইয়ের স্বর্ণের ১টি হাতের ব্রেসলেট—যার ওজন ১ ভরি, ভাইয়ের হাতের ২টি স্বর্ণের আংটি—যার ওজন ১ ভরি; আমার স্ত্রীর গলার ২টি স্বর্ণের চেইন—যার ওজন ১.৮ ভরি, ২টি স্বর্ণের আংটি—যার ওজন ১২ আনা এবং অন্যান্য ভাঙ্গারি স্বর্ণ—আনুমানিক যার ওজন ১ ভরি ১০ আনা; সর্বমোট প্রায় ২০ ভরি স্বর্ণ—যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা এবং আলমিরার ভেতরে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নেই। তিনি বলেন, গত ১৩ নভেম্বর বিকেল ৫টা থেকে ১৪ নভেম্বর রাত ১০টার মধ্যে যে কোনো সময়ের মধ্যে কে বা কারা আমার ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আমার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন গৌতম। অভিযোগের বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রিল কেটে চুরির ঘটনার অভিযোগটি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন

সাংবাদিকের বাসার গ্রিল কেটে ২০ ভরি স্বর্ণ ও আড়াই লাখ টাকা চুরি

আপডেট সময় : ০৬:২৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সূত্রাপুরে অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কমের জ্যেষ্ঠ প্রতিবেদক গৌতম চন্দ্র ঘোষের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোররা জানালার গ্রিল কেটে থেকে প্রায় ২০ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন সাংবাদিক গৌতম।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সূত্রাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের রূপলাল দাস লেনের একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৫ নভেম্বর) সূত্রাপুর থানায় এ বিষয়ে অভিযোগ দিয়েছেন গৌতম চন্দ্র ঘোষ। তিনি অভিযোগে বলেন, গত বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে আমার ২৩/সি রূপলাল দাস লেনস্থ ভাড়াবাসা (২য় তলার ফ্ল্যাট নং এ-২) তালা দিয়ে ঘরের সবাই পারিবারিক কারণে মুন্সিগঞ্জ যাই। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মুন্সিগঞ্জ থেকে ফিরে রাত ১০টায় আমার ফ্ল্যাটের মূল দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করি। কিন্তু তিন রুমের ফ্ল্যাটের মধ্যে দুই রুমের দরজা খুলতে পারলেও অপর রুমের দরজার তালা ভেতর থেকে লক থাকার কারণে একাধিকবার চেষ্টা করেও সেখানে ঢুকতে পারিনি। পরে রাত প্রায় ১০টা ৪০ মিনিটে আমি আমার পাশের বিল্ডিংয়ের ভাড়াটিয়াদের মাধ্যমে জানতে পারি যে, আমার ওই রুমের জানালার গ্রিল কাটা। এরপর কাটা গ্রিল দিয়ে মহল্লার আমার পরিচিত এক লোকের সহযোগিতায় আমার ওই রুমের দরজাটি খুলতে পারি। গৌতম চন্দ্র ঘোষ অভিযোগে আরও বলেন, রুমে প্রবেশ করার পর দেখতে পাই যে, আমার রুমে থাকা স্টিলের আলমিরার তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। আলমিরার ভেতরে থাকা আমার মায়ের একজোড়া স্বর্ণের বালা—যার ওজন ২ ভরি, কানের টানাসহ একজোড়া স্বর্ণের দুল—যার ওজন ১ ভরি, স্বর্ণের ১টি বড় হার—যার ওজন ২ ভরি, ১টি স্বর্ণের লকেট—যার ওজন ৮ আনা, ১টি স্বর্ণের আংটি—যার ওজন ৬ আনা; আমার বড় ভাইয়ের স্ত্রীর এক জোড়া স্বর্ণের বালা—যার ওজন ২ ভরি, একজোড়া স্বর্ণের চূড়ি—যার ওজন ৩ ভরি, একটি স্বর্ণের কণ্ঠচিক—যার ওজন ২ ভরি, একজোড়া স্বর্ণের কানের দুল—যার ওজন ১০ আনা, একজোড়া স্বর্ণের কানের টানা—যার ওজন ১২ আনা, একটি স্বর্ণের আংটি—যার ওজন ১২ আনা, একটি স্বর্ণের আংটি—যার ওজন ৬ আনা, ১টি স্বর্ণের গলার চেইন—যার ওজন ১০ আনা, একজোড়া ছোট স্বর্ণের কানের দুল—যার ওজন ৪ আনা; আমার বড় ভাইয়ের স্বর্ণের ১টি হাতের ব্রেসলেট—যার ওজন ১ ভরি, ভাইয়ের হাতের ২টি স্বর্ণের আংটি—যার ওজন ১ ভরি; আমার স্ত্রীর গলার ২টি স্বর্ণের চেইন—যার ওজন ১.৮ ভরি, ২টি স্বর্ণের আংটি—যার ওজন ১২ আনা এবং অন্যান্য ভাঙ্গারি স্বর্ণ—আনুমানিক যার ওজন ১ ভরি ১০ আনা; সর্বমোট প্রায় ২০ ভরি স্বর্ণ—যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা এবং আলমিরার ভেতরে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নেই। তিনি বলেন, গত ১৩ নভেম্বর বিকেল ৫টা থেকে ১৪ নভেম্বর রাত ১০টার মধ্যে যে কোনো সময়ের মধ্যে কে বা কারা আমার ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আমার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন গৌতম। অভিযোগের বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রিল কেটে চুরির ঘটনার অভিযোগটি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।