The Daily Ajker Prottasha

সব ধরনের ডিভাইসে অ্যান্ড্রয়েড চালানোর সুবিধা আনবে গুগল

0 0
Read Time:3 Minute, 38 Second

প্রযুক্তি ডেস্ক : অ্যাপ নির্মাতাদের জন্য সব ধরনের ডিভাইসে অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোর সুবিধা দিতে চায় গুগল। সেই লক্ষ্যে, নতুন একটি ‘সফটওয়্যার ডেভলপমেন্ট কিট (এসডিকে)’ প্রকাশ করছে কোম্পানিটি। নতুন এই সফটওয়্যারে বিশেষ কিছু সুবিধা আছে, যার মাধ্যমে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ও পরবর্তীতে অ্যান্ড্রয়েড না থাকা ফোন, ট্যাবলেট, টিভি, গাড়ি ও অন্যান্য ডিভাইসে সহজেই কাজ করবে এটি। নির্মাতাদের তিনটি বিশেষ সুবিধা দেবে বিশেষ এই ‘এসডিকে’। সেগুলো হলো কাছাকাছি থাকা ডিভাইসের খোঁজ করা, বিভিন্ন ডিভাইসের মধ্যে নিরাপদ সংযোগ স্থাপন ও একটি অ্যাপের অভিজ্ঞতা একাধিক ডিভাইসে ছড়িয়ে দেওয়া।
গুগলের ভাষ্যমতে, একাধিক ডিভাইসে সংযোগ ঘটাতে ওয়াইফাই, ব্লুটুথ এবং ‘আল্ট্রা-ওয়াইডব্যান্ড’ ব্যবহার করে এটি। নিজস্ব পেইজে এসডিকে’র বেশ কয়েকটি ব্যবহার বর্ণনা করেছে গুগল, যা দেখে কোন কোন পরিস্থিতিতে এটি ব্যবহার করা যায় সে বিষয়ে ধারণা মেলে। উদাহরণ হিসেবে ধরা যায়, ভিন্ন ভিন্ন ডিভাইসের একাধিক ব্যবহারকারীকে একসঙ্গে মেনু থেকে খাবার বাছাইয়ের সুযোগ দেবে এই সফটওয়্যার। এ ছাড়া, ব্যবহারকারী যখন তার ফোনের বদলে ট্যাবলেট ব্যবহার করেন, তখন তার না পড়া অবশিষ্ট প্রতিবেদন পড়া যাবে ফেলে আসা অংশ থেকেই। এমনকি যাত্রীর সঙ্গে নির্দিষ্ট ম্যাপ লোকেশন শেয়ারের সুবিধাও দেবে সফটওয়্যারটি। নতুন এই সফটওয়্যার অনেকটা গুগলের ‘নিয়ারবাই শেয়ার’ অ্যাপের একটি তুলনামূলক উন্নত সংস্করণের মতো। এর মাধ্যমে ফাইল পাঠানো যাবে ক্রোম ওএস এবং অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসে।
এপ্রিলে নিয়ারবাই শেয়ারের আসন্ন একটি আপডেট চিহ্নিত করেছেন ক্লাউড প্ল্যাটফর্ম এস্পারের প্রতিবেদক মিশাল রহমান, যা বিভিন্ন ডিভাইসে দ্রুত ফাইল পাঠানোর সুবিধা দেয় ব্যবহারকারীকে। ২০২২ সালের ‘সিইএস’ আয়োজনে গুগল জানিয়েছে, এই বছরের শেষে উইন্ডোজ ডিভাইসের জন্য নিয়ারবাই শেয়ার অ্যাপ চালু করবে তারা। বর্তমানে কেবল ‘ডেভেলপার প্রিভিউ’ হিসেবেই মিলছে গুগলের এই টুলকিট। এ ছাড়া, কেবল অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট ডিভাইসে ব্যবহার করা যাবে এটি। পরবর্তীতে অন্যান্য অ্যান্ড্রয়েড এবং অন্যান্য অপারেটিং সিস্টেমেও এই সুবিধা আনতে চায় গুগল, যে তালিকায় রয়েছে আইওএস এবং উইন্ডোজ। তবে, এটি কবে বাস্তবায়িত হবে ওই বিষয়ে কিছু বলেনি গুগল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *