ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

সন্তানের কবরের পাশে বিষণ্ণ বাইডেন

  • আপডেট সময় : ১২:২৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • ১৬৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ছেলে বিউর বাইডেনের কবর পরিদর্শন করেছেন জো বাইডেন। সন্তানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তানের কবর পরিদর্শনের পাশাপাশি ভেটেরান্স মেমোরিয়াল পার্কে সামরিক পরিবার ও প্রবীণদের সঙ্গেও কথা বলেন তিনি। এসময় তার স্ত্রী জিল বাইডেনও সঙ্গে ছিলেন।
এসময় মার্কিন প্রেসিডেন্ট তার ক্ষতি এবং তাদের সম্পর্কে সামরিক পরিবার এবং প্রবীণদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমাদের স্বাধীনতার জন্য যে মূল্য দিতে হয়েছিল তা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমাদের অবশ্যই স্মরণে রাখতে হবে যারা আমাদের এটি দিয়েছেন এবং পরিবারগুলো সেই মূল্য দিয়েছে। খবর রয়টার্সের।
জো বাইডেনের ছেলে বিউ বাইডেন ২০১৫ সালে ৪৬ বছর বয়সে মস্তিষ্কের ক্যান্সারে মারা গিয়েছিলেন। তার হান্টার নামের এক সন্তান রয়েছে। এদিন বাইডেনের সঙ্গে হান্টারও উপস্থিত ছিল। সন্তানকে স্মরণ করে এদিন বাইডেন বলেন, আপনারা অনেকেই জানেন, এটি আমাদের জন্য একটি কঠিন দিন। আজ থেকে ছয় বছর আগে, হান্টার তার বাবা হারিয়েছিলেন এবং আমি আমার ছেলেকে হারিয়েছি। বিউ বাইডেন ডেলাওয়্যার আর্মি ন্যাশনাল গার্ডের সদস্য হিসাবে ইরাকে এক বছর সফর করেছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট অনুমান করেছেন যে, সেখানে বর্জ্য নিষ্পত্তি করতে ব্যবহৃত সামরিক ‘পোড়া পিটস’ তার বিষাক্ত ক্যান্সারের কারণ হতে পারে। বাইডেন সোমবার ভার্জিনিয়ার আর্লিংটন জাতীয় কবরস্থানে অজ্ঞাতনামা সৈনিকদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সন্তানের কবরের পাশে বিষণ্ণ বাইডেন

আপডেট সময় : ১২:২৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১

প্রত্যাশা ডেস্ক : প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ছেলে বিউর বাইডেনের কবর পরিদর্শন করেছেন জো বাইডেন। সন্তানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তানের কবর পরিদর্শনের পাশাপাশি ভেটেরান্স মেমোরিয়াল পার্কে সামরিক পরিবার ও প্রবীণদের সঙ্গেও কথা বলেন তিনি। এসময় তার স্ত্রী জিল বাইডেনও সঙ্গে ছিলেন।
এসময় মার্কিন প্রেসিডেন্ট তার ক্ষতি এবং তাদের সম্পর্কে সামরিক পরিবার এবং প্রবীণদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমাদের স্বাধীনতার জন্য যে মূল্য দিতে হয়েছিল তা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমাদের অবশ্যই স্মরণে রাখতে হবে যারা আমাদের এটি দিয়েছেন এবং পরিবারগুলো সেই মূল্য দিয়েছে। খবর রয়টার্সের।
জো বাইডেনের ছেলে বিউ বাইডেন ২০১৫ সালে ৪৬ বছর বয়সে মস্তিষ্কের ক্যান্সারে মারা গিয়েছিলেন। তার হান্টার নামের এক সন্তান রয়েছে। এদিন বাইডেনের সঙ্গে হান্টারও উপস্থিত ছিল। সন্তানকে স্মরণ করে এদিন বাইডেন বলেন, আপনারা অনেকেই জানেন, এটি আমাদের জন্য একটি কঠিন দিন। আজ থেকে ছয় বছর আগে, হান্টার তার বাবা হারিয়েছিলেন এবং আমি আমার ছেলেকে হারিয়েছি। বিউ বাইডেন ডেলাওয়্যার আর্মি ন্যাশনাল গার্ডের সদস্য হিসাবে ইরাকে এক বছর সফর করেছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট অনুমান করেছেন যে, সেখানে বর্জ্য নিষ্পত্তি করতে ব্যবহৃত সামরিক ‘পোড়া পিটস’ তার বিষাক্ত ক্যান্সারের কারণ হতে পারে। বাইডেন সোমবার ভার্জিনিয়ার আর্লিংটন জাতীয় কবরস্থানে অজ্ঞাতনামা সৈনিকদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।