য়মনসিংহ সংবাদদাতা : কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আমিরুল ইসলাম (৪৫)। গত ১৮ জুলাই ঢাকার উত্তরা আজমপুর রেল লাইনের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পাশাপাশি ফুটপাতে ফল বিক্রি করতেন আমিরুল ইসলাম। ১৮ জুলাই তার চোখে গুলি লেগে ঘাড় দিয়ে বের হয়। পরে তার মৃত্যু হয়। নিহত মুয়াজ্জিনের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সলিমপুর পশ্চিম পাড়ায়। তার স্ত্রী ও মেয়ে তুহা (৪), তুষা (২) ও ছেলে তুষারের জন্য খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন বসুন্ধরা শুভসংঘের ত্রিশাল উপজেলার বন্ধুরা। এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল বার্তা পত্রিকার প্রকাশক সম্পাদক শামীম আজাদ আনোয়ার, প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবসহ অনেকে।