ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

সড়কে গাড়ি ফেলে অটোরিকশায় স্পিকারের সঙ্গে সাক্ষাতে গেলেন ইইউ দূত

  • আপডেট সময় : ০২:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কোটাবিরোধী আন্দোলনের প্রভাবে প্রাইভেটকার নিয়ে ঢাকা এক্সপ্রেসওয়েতে আটকা পড়েন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। পরে সড়কে কিছু সময় হেঁটে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তিনি। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
গতকাল বুধবার (১০ জুলাই) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
এদিকে, স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এ সংক্রান্ত দুইটি পোস্ট করেছেন রাষ্ট্রদূত হোয়াইটলি। একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, প্রতিবাদের (কোটা সংস্কার আন্দোলন) কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছিলাম এবং সিএনজির (অটোরিকশা) মাধ্যমে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছি। ওই ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রদূত এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে হেঁটে নিচে নামছেন। পরে অটোরিকশায় চড়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়। অন্যদিকে, স্পিকারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে অন্য একটি পোস্টে রাষ্ট্রদূত লিখেছেন, স্পিকারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ পেয়ে আনন্দিত। বাংলাদেশ ও ইইউয়ের সম্পর্ক নিয়ে আলোচনা করেছি।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সড়কে গাড়ি ফেলে অটোরিকশায় স্পিকারের সঙ্গে সাক্ষাতে গেলেন ইইউ দূত

আপডেট সময় : ০২:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক : কোটাবিরোধী আন্দোলনের প্রভাবে প্রাইভেটকার নিয়ে ঢাকা এক্সপ্রেসওয়েতে আটকা পড়েন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। পরে সড়কে কিছু সময় হেঁটে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তিনি। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
গতকাল বুধবার (১০ জুলাই) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
এদিকে, স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এ সংক্রান্ত দুইটি পোস্ট করেছেন রাষ্ট্রদূত হোয়াইটলি। একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, প্রতিবাদের (কোটা সংস্কার আন্দোলন) কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছিলাম এবং সিএনজির (অটোরিকশা) মাধ্যমে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছি। ওই ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রদূত এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে হেঁটে নিচে নামছেন। পরে অটোরিকশায় চড়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়। অন্যদিকে, স্পিকারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে অন্য একটি পোস্টে রাষ্ট্রদূত লিখেছেন, স্পিকারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ পেয়ে আনন্দিত। বাংলাদেশ ও ইইউয়ের সম্পর্ক নিয়ে আলোচনা করেছি।