মহানগর প্রতিবেদন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে গতকাল রোববার (৪ আগস্ট) থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে। এদিন প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক হলেও ছিল না চিরচেনা গাড়ির জট। রোববার সকালে সরেজমিনে এ চিত্র দেখা যায়।
শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার সপ্তাহের প্রথম অফিস। অন্যান্য রোববার প্রায়ই লেগে থাকে গাড়ির জট। তবে রোববার এ চিত্র ভিন্ন। সরেজমিনে দেখা যায়, সচিবালয়ে সারি সারি গাড়ি রাখা হলেও অন্যান্য দিনের মতো জট নেই। কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময় থেকেই অফিস করেছেন।
এদিকে, অনাকাঙ্ক্ষিত যে কোনও পরিস্থিতি এড়াতে সচিবালয় এলাকায় বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।