ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

সংসদের সংক্ষিপ্ত অধিবেশন বসছে আজ

  • আপডেট সময় : ০১:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির মধ্যে জাতীয় সংসদের আরেকটি অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার। এটি একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য বসবে এই অধিবেশন। এর মেয়াদকাল হবে মাত্র চার দিন।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। এবারের অধিবেশনও অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে।এবারও সাংবাদিকরা সংসদে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৫টায় শুরু হবে অধিবেশন। এবার সরকারি ছুটির দিনেও চলবে সংসদের কার্যক্রম। শনিবার পর্যন্ত চার কার্যদিবস চলে শেষ হবে অধিবেশন। এর মধ্যে প্রথম দিন বিকাল ৫টায়, দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলা ১১টায়, তৃতীয় দিন শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এবং শেষ দিন শনিবার বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। জাতীয় সংসদের সর্বশেষ ত্রয়োদশ (বাজেট) অধিবেশন গত ২ জুন শুরু হয়ে ৩ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হয়। মোট ১২ কার্যদিবসের ওই অধিবেশনে সম্পূরক বাজেটসহ মূল বাজেটের ওপর মোট ১৫ ঘণ্টা ৩২ মিনিট আলোচনা হয়েছে। এর ওপর আলোচনায় অংশ নেন ৮৫ জন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য। বাজেট পাসসহ সেই অধিবেশনে সাতটি সরকারি বিল পাস হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সংসদের সংক্ষিপ্ত অধিবেশন বসছে আজ

আপডেট সময় : ০১:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির মধ্যে জাতীয় সংসদের আরেকটি অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার। এটি একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য বসবে এই অধিবেশন। এর মেয়াদকাল হবে মাত্র চার দিন।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। এবারের অধিবেশনও অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে।এবারও সাংবাদিকরা সংসদে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৫টায় শুরু হবে অধিবেশন। এবার সরকারি ছুটির দিনেও চলবে সংসদের কার্যক্রম। শনিবার পর্যন্ত চার কার্যদিবস চলে শেষ হবে অধিবেশন। এর মধ্যে প্রথম দিন বিকাল ৫টায়, দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলা ১১টায়, তৃতীয় দিন শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এবং শেষ দিন শনিবার বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। জাতীয় সংসদের সর্বশেষ ত্রয়োদশ (বাজেট) অধিবেশন গত ২ জুন শুরু হয়ে ৩ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হয়। মোট ১২ কার্যদিবসের ওই অধিবেশনে সম্পূরক বাজেটসহ মূল বাজেটের ওপর মোট ১৫ ঘণ্টা ৩২ মিনিট আলোচনা হয়েছে। এর ওপর আলোচনায় অংশ নেন ৮৫ জন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য। বাজেট পাসসহ সেই অধিবেশনে সাতটি সরকারি বিল পাস হয়।