ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন নতুন ৭৫৮ সেনাসদস্য

  • আপডেট সময় : ০৭:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ির দীঘিনালায় নবীন সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথগ্রহণ ও সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৪ নভেম্বর) সকালে দীঘিনালা সেনানিবাসের ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে ২০২৪ সালে রিক্রুট হওয়া নবীন সেনাসদস্যদের নিয়ে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় নান্দনিক ও চৌকস কুচকাওয়াজের মাধ্যমে পদাতিক রেজিমেন্টের সদস্য হিসেবে যুক্ত হন নবীন সৈনিকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড সালাম গ্রহণ করেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এরপর প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন বিষয়ে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য ৬ জন নবীন সৈনিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি। দীঘিনালা সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর নবীন ৭৫৮ জন সদস্য শপথগ্রহণ করেন। শপথগ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান বলেন, ‘দেশমাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব সূচারুরূপে পালন করার প্রত্যয়ে এই নবীন সৈনিকগণ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার শপথ নিয়েছেন তারা।’ শপথগ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসানসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন

শপথ নিলেন নতুন ৭৫৮ সেনাসদস্য

আপডেট সময় : ০৭:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ির দীঘিনালায় নবীন সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথগ্রহণ ও সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৪ নভেম্বর) সকালে দীঘিনালা সেনানিবাসের ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে ২০২৪ সালে রিক্রুট হওয়া নবীন সেনাসদস্যদের নিয়ে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় নান্দনিক ও চৌকস কুচকাওয়াজের মাধ্যমে পদাতিক রেজিমেন্টের সদস্য হিসেবে যুক্ত হন নবীন সৈনিকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড সালাম গ্রহণ করেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এরপর প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন বিষয়ে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য ৬ জন নবীন সৈনিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি। দীঘিনালা সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর নবীন ৭৫৮ জন সদস্য শপথগ্রহণ করেন। শপথগ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান বলেন, ‘দেশমাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব সূচারুরূপে পালন করার প্রত্যয়ে এই নবীন সৈনিকগণ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার শপথ নিয়েছেন তারা।’ শপথগ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসানসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।