ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লাকী আখান্দের সুরে বাপ্পার গান

  • আপডেট সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখান্দের মৃত্যুর পরও তার প্রকাশিত গানগুলো বেঁচে আছে দারুণ উজ্জ্বলতায়। আশার কথা, মৃত্যুর ৭ বছর পরেও তার রেখে যাওয়া সুরে নতুন গান প্রকাশ পাচ্ছে এখনও। তেমনই এক গান কণ্ঠে তুলেছেন বাপ্পা মজুমদার। নাম ‘ভবের নদী’। এতে বাপ্পার সহশিল্পী হিসেবে আছেন সাঈদা শম্পা। লাকী আখান্দের সুরের উপর গানটির সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই। গোলাম মোর্শেদের লেখা এই বিশেষ গানটি প্রকাশ হবে ৫ ডিসেম্বর ‘গান জানালা’ নামের ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আমার খুব ভালো লাগছে তার সুরে এমন একটি গান করতে পেরে। এ জন্য মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে শম্পা দারুণ গেয়েছেন। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’ গীতিকার গোলাম মোর্শেদ বলেন, ‘‘বাপ্পাকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা ছিল। সেটি মেযার করতে গিয়ে বলি, লাকী ভাইয়ের সুর করা একটা গান আছে ‘ভবের নদী’ শিরোনামে। বাপ্পা বললো, বাহ্, সুন্দর কথা তো! এখনই কি একটু শোনা যাবে? বাপ্পা গানটা শুনলো এবং বললো খুব পছন্দ হয়েছে। এরপর বাপ্পা গানটার মিউজিক করে। আমার লেখা লাকী আখান্দ-সামিনার ‘আনন্দ চোখ’ এবং ফাহমিদা-বাপ্পার ‘এক মুঠো গান-১’ এবং ফাহমিদা-নিপোর ‘ইউসুফ জুলেখা’ এই তিনটি অ্যালবাম গত ২০ বছর থেকে আজ অবধি মানুষের মুখে মুখে। এ গানটিও সে ধারাবাহিকতা রক্ষা করবে বলে আমার মন বলছে।’’ বলা দরকার, ২০১৭ সালের ২১ এপ্রিল ৬০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান লাকী আখান্দ। রেখে যান অসাধারণ সব গান। সিনেমায় ‘আবার এলো যে সন্ধ্যা’ থেকে অ্যালবামের ‘ভালোবেসে চলে যেও না’র মতো সমৃদ্ধ সুর, সংগীত ও কণ্ঠের অবদান রেখে গেছেন এই স্রষ্টা।

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লাকী আখান্দের সুরে বাপ্পার গান

আপডেট সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখান্দের মৃত্যুর পরও তার প্রকাশিত গানগুলো বেঁচে আছে দারুণ উজ্জ্বলতায়। আশার কথা, মৃত্যুর ৭ বছর পরেও তার রেখে যাওয়া সুরে নতুন গান প্রকাশ পাচ্ছে এখনও। তেমনই এক গান কণ্ঠে তুলেছেন বাপ্পা মজুমদার। নাম ‘ভবের নদী’। এতে বাপ্পার সহশিল্পী হিসেবে আছেন সাঈদা শম্পা। লাকী আখান্দের সুরের উপর গানটির সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই। গোলাম মোর্শেদের লেখা এই বিশেষ গানটি প্রকাশ হবে ৫ ডিসেম্বর ‘গান জানালা’ নামের ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আমার খুব ভালো লাগছে তার সুরে এমন একটি গান করতে পেরে। এ জন্য মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে শম্পা দারুণ গেয়েছেন। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’ গীতিকার গোলাম মোর্শেদ বলেন, ‘‘বাপ্পাকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা ছিল। সেটি মেযার করতে গিয়ে বলি, লাকী ভাইয়ের সুর করা একটা গান আছে ‘ভবের নদী’ শিরোনামে। বাপ্পা বললো, বাহ্, সুন্দর কথা তো! এখনই কি একটু শোনা যাবে? বাপ্পা গানটা শুনলো এবং বললো খুব পছন্দ হয়েছে। এরপর বাপ্পা গানটার মিউজিক করে। আমার লেখা লাকী আখান্দ-সামিনার ‘আনন্দ চোখ’ এবং ফাহমিদা-বাপ্পার ‘এক মুঠো গান-১’ এবং ফাহমিদা-নিপোর ‘ইউসুফ জুলেখা’ এই তিনটি অ্যালবাম গত ২০ বছর থেকে আজ অবধি মানুষের মুখে মুখে। এ গানটিও সে ধারাবাহিকতা রক্ষা করবে বলে আমার মন বলছে।’’ বলা দরকার, ২০১৭ সালের ২১ এপ্রিল ৬০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান লাকী আখান্দ। রেখে যান অসাধারণ সব গান। সিনেমায় ‘আবার এলো যে সন্ধ্যা’ থেকে অ্যালবামের ‘ভালোবেসে চলে যেও না’র মতো সমৃদ্ধ সুর, সংগীত ও কণ্ঠের অবদান রেখে গেছেন এই স্রষ্টা।

আজকের প্রত্যাশা/কেএমএএ