নিজস্ব প্রতিবেদক : লঞ্চ বিক্রিতে অনিয়ম করে টাকা অত্মসাতের অভিযোগে নৌবাহিনীর চট্টগ্রাম নেভাল ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট কমোডর মতিউর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় বাকি আসামিদের মধ্যে রয়েছেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত তিন কর্মকর্তা।
গতকাল রোববার মামলাটি দায়ের করেছেন খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার মামলা নং-০৮।
মামলার এজাহারে মতিউর রহমান ছাড়াও আসামি করা হয়েছে খুলনা শিপইয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) কমান্ডার (অব.) এ এম রানা, সাবেক জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) ক্যাপ্টেন (অব.) আনিছুর রহমান মোল্লা, সাবেক ব্যবস্থাপনা পরিচালক কমোডর (অব.) শওকত ইমরান এবং খুলনার মেসার্স এস বি কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী মো. সাইদুজ্জামান। গত ১১ জুলাই দুদকের অনুসন্ধান ও তদন্ত-৭ অনুবিভাগের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফের স্বাক্ষরিত এক চিঠিতে মামলার অনুমোদন দেওয়া হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা নিয়ম বহির্ভূতভাবে, প্রতারণা, কারচুপি ও পরস্পর যোগসাজসে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে খুলনা শিপইয়ার্ড লিমিটেড এর এমভি সৃজনী লঞ্চটি দাখিলকৃত সর্বোচ্চ দর ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকায় বিক্রি না করে সংশোধিত দর ২৫ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেন।
লঞ্চ বিক্রিতে অনিয়ম :কমোডর মতিউরসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা
জনপ্রিয় সংবাদ