ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রেইনবো পেইন্টসের নতুন ১১ পণ্য বাজারে

  • আপডেট সময় : ০১:২৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক: দেয়াল, গাড়ি ও কাঠের সর্বোচ্চ সুরক্ষায় তিন ক্যাটাগরিতে ১১টি নতুন পণ্য বাজারে এনেছে আরএফএল গ্রুপের রঙের ব্র্যান্ড ‘রেইনবো পেইন্টস’। গত বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে নতুন এসব পণ্যের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন পণ্যগুলোর মধ্যে ডেকোরেটিভ পেইন্ট ক্যাটাগরিতে ৬টি, উড কোটিং পেইন্ট ক্যাটাগরিতে ৪টি এবং কার পেইন্ট ক্যাটাগরিতে ১টি পণ্য রয়েছে। ডেকোরেটিভ পেইন্ট ক্যাটাগরির ৬টি নতুন পণ্যের মধ্যে ৪টি হল ড্যাম্প সিরিজের। পণ্যগুলো হলো- ড্যাম্প প্রটেক্টর প্রাইমার, ড্যাম্প প্রটেক্টর হাই বিল্ড পাট্টি, ড্যাম্প প্রটেক্টর টপ কোট-ওয়ান স্টপ, ড্যাম্প প্রটেকটর টপ কোট- সুপ্রিম। বাকি দুটো পণ্য হলো-ওয়েদার কেয়ার ডার্ট গার্ড লং লাইফ ও ফেদার সিল্ক মেটালিক ফিনিশ। উড পেইন্ট ক্যাটাগরির ৪টি নতুন পণ্য হল- উড কেয়ার ফিলার, উড কেয়ার সিলার, উড কেয়ার স্টেইন ও উড কেয়ার টপ কোট। আর কার পেইন্ট ক্যাটাগরিতে ওসাকা এনসি পেইন্ট বাজারে এনেছে রেইনবো।
অনুষ্ঠানে আরএন পাল বলেন, “আমরা আন্তর্জাতিক মানের রঙ উৎপাদন করে বাজারজাত করায় অল্প সময়ের মধ্যে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। নতুন নতুন পণ্যের মাধ্যমে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, রেইনবো পেইন্টসের নতুন পণ্যগুলো ব্যবহারের মাধ্যমে ক্রেতারা দেয়াল, গাড়ি ও কাঠের সুরক্ষায় ভাল সমাধান পাবেন।” নতুন পণ্যের বিষয়ে রেইনবো পেইন্টসের নির্বাহী পরিচালক কামরুল হাসান বলেন, “ড্যাম্প ও নোনা বিল্ডিংয়ের ক্ষতি সাধন করে, ফলে বিল্ডিংয়ের স্থায়িত্ব কমে যায়। আমরা ড্যাম্প সিরিজের পণ্য বাজারে নিয়ে এসেছি বিল্ডিংয়ের ভেতর ও বাইরের দেয়ালকে ড্যাম্প ও নোনার হাত থেকে রক্ষা করার জন্য। এছাড়া, ধুলা ময়লা ও ডাস্ট বিল্ডিংয়ের ক্ষতি সাধন করে, ফলে বিল্ডিংয়ের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ডেকোরেটিভ ক্যাটাগরির নতুন পণ্য ওয়েদার কেয়ার ডার্ট গার্ড লং লাইফ বিল্ডিংয়ের বাইরের দেয়ালকে ধুলা-ময়লা ও ডাস্ট থেকে রক্ষা করে বিল্ডিংয়ের সৌন্দর্যকে অটুট রাখবে।” রেইনবোর ডেকোরেটিভ, ফ্লোর কোটিং, মেরিন, কার, পাউডার কোটিং, ইন্ডাস্ট্রিয়াল, হ্যামার, উড কোটিং ক্যাটাগরিতে প্রায় ৩৩ ধরনের রং রয়েছে। সারাদেশে রেইনবো পেইন্টসের ২৫১টি শোরুম ও অনুমোদিত ডিলারের মাধ্যমে রেইনবো পেইন্টস কিনতে পারছেন ক্রেতারা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রেইনবো পেইন্টসের নতুন ১১ পণ্য বাজারে

আপডেট সময় : ০১:২৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

অর্থনৈতিক প্রতিবেদক: দেয়াল, গাড়ি ও কাঠের সর্বোচ্চ সুরক্ষায় তিন ক্যাটাগরিতে ১১টি নতুন পণ্য বাজারে এনেছে আরএফএল গ্রুপের রঙের ব্র্যান্ড ‘রেইনবো পেইন্টস’। গত বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে নতুন এসব পণ্যের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন পণ্যগুলোর মধ্যে ডেকোরেটিভ পেইন্ট ক্যাটাগরিতে ৬টি, উড কোটিং পেইন্ট ক্যাটাগরিতে ৪টি এবং কার পেইন্ট ক্যাটাগরিতে ১টি পণ্য রয়েছে। ডেকোরেটিভ পেইন্ট ক্যাটাগরির ৬টি নতুন পণ্যের মধ্যে ৪টি হল ড্যাম্প সিরিজের। পণ্যগুলো হলো- ড্যাম্প প্রটেক্টর প্রাইমার, ড্যাম্প প্রটেক্টর হাই বিল্ড পাট্টি, ড্যাম্প প্রটেক্টর টপ কোট-ওয়ান স্টপ, ড্যাম্প প্রটেকটর টপ কোট- সুপ্রিম। বাকি দুটো পণ্য হলো-ওয়েদার কেয়ার ডার্ট গার্ড লং লাইফ ও ফেদার সিল্ক মেটালিক ফিনিশ। উড পেইন্ট ক্যাটাগরির ৪টি নতুন পণ্য হল- উড কেয়ার ফিলার, উড কেয়ার সিলার, উড কেয়ার স্টেইন ও উড কেয়ার টপ কোট। আর কার পেইন্ট ক্যাটাগরিতে ওসাকা এনসি পেইন্ট বাজারে এনেছে রেইনবো।
অনুষ্ঠানে আরএন পাল বলেন, “আমরা আন্তর্জাতিক মানের রঙ উৎপাদন করে বাজারজাত করায় অল্প সময়ের মধ্যে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। নতুন নতুন পণ্যের মাধ্যমে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, রেইনবো পেইন্টসের নতুন পণ্যগুলো ব্যবহারের মাধ্যমে ক্রেতারা দেয়াল, গাড়ি ও কাঠের সুরক্ষায় ভাল সমাধান পাবেন।” নতুন পণ্যের বিষয়ে রেইনবো পেইন্টসের নির্বাহী পরিচালক কামরুল হাসান বলেন, “ড্যাম্প ও নোনা বিল্ডিংয়ের ক্ষতি সাধন করে, ফলে বিল্ডিংয়ের স্থায়িত্ব কমে যায়। আমরা ড্যাম্প সিরিজের পণ্য বাজারে নিয়ে এসেছি বিল্ডিংয়ের ভেতর ও বাইরের দেয়ালকে ড্যাম্প ও নোনার হাত থেকে রক্ষা করার জন্য। এছাড়া, ধুলা ময়লা ও ডাস্ট বিল্ডিংয়ের ক্ষতি সাধন করে, ফলে বিল্ডিংয়ের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ডেকোরেটিভ ক্যাটাগরির নতুন পণ্য ওয়েদার কেয়ার ডার্ট গার্ড লং লাইফ বিল্ডিংয়ের বাইরের দেয়ালকে ধুলা-ময়লা ও ডাস্ট থেকে রক্ষা করে বিল্ডিংয়ের সৌন্দর্যকে অটুট রাখবে।” রেইনবোর ডেকোরেটিভ, ফ্লোর কোটিং, মেরিন, কার, পাউডার কোটিং, ইন্ডাস্ট্রিয়াল, হ্যামার, উড কোটিং ক্যাটাগরিতে প্রায় ৩৩ ধরনের রং রয়েছে। সারাদেশে রেইনবো পেইন্টসের ২৫১টি শোরুম ও অনুমোদিত ডিলারের মাধ্যমে রেইনবো পেইন্টস কিনতে পারছেন ক্রেতারা।