নিজস্ব প্রতিবেদক : ২০১২ সালের পর রুগ্ন হওয়া শিল্প প্রতিষ্ঠান যাচাই-বাছাইপূর্বক রুগ্ন শিল্পের তালিকা প্রণয়ন করছে শিল্প মন্ত্রণালয়। সেজন্য রুগ্ন প্রতিষ্ঠানগুলো কাছে আবেদন চাওয়া হয়েছে। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ আবেদন চাওয়া হয়। এ দিকে দেশে বর্তমানে কতটি রুগ্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে তার সঠিক সংখ্যা বা পরিসংখ্যান শিল্প মন্ত্রণালয়ের কাছে নেই। মন্ত্রণালয় প্রথমবারের মতো এ পরিসংখ্যান তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বিরাজমান রুগ্ন শিল্পসমূহের সমস্যাদি নিরসনকল্পে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন এবং করোনা পরিস্থিতিসহ বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২০১২ সালের পর রুগ্ন হওয়া শিল্প প্রতিষ্ঠান যাচাই-বাছাইপূর্বক রুগ্ন শিল্পের তালিকা প্রণয়নের জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদন ফরম শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনসমূহের (ঋইঈঈও, ইঈখ, ইধহমষধফবংয অংংড়পরধঃরড়হ ভড়ৎ চৎড়সড়ঃরড়হ ্ জবযধনরষরঃধঃরড়হ ড়ভ ওহফঁংঃৎরবং (ইঅচজও), ঘঅঝঈওই, ইকগঊঅ, ইএগঊঅ, বাংলাদেশ সিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন) ওয়েবসাইটে পাওয়া যাবে। এমতাবস্থায় সংশ্লিষ্ট তথ্যাদিসহ পূরণকৃত আবেদন ফরমের সফট কপি (ঘরশড়ংয ঋড়হঃ-এ টাইপকৃত ডড়ৎফ ভড়ৎসধঃ) নি¤েœাক্ত ই-মেইলে এবং হার্ড কপি উপসচিব (বিরা), শিল্প মন্ত্রণালয়, ৯১, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ বরাবর আগামী ১৫ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে দাখিলের জন্য সংশ্লিষ্ট উদ্যোক্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব সঞ্জয় কুমার ঘোষ বলেন, আমাদের রুগ্ন শিল্পের কোনো সঠিক পরিসংখ্যান নেই। সেজন্য তালিকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি সব রুগ্ন প্রতিষ্ঠান এখানে আবেদন করতে পারবে। তিনি বলেন, রুগ্ন শিল্পসমূহের সমস্যাদি দেখে প্রয়োজনীয় সুপারিশ ও সরকারিভাবে সেগুলো নিরসনের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।