বিনোদন ডেস্ক : সাত পাকে বাঁধা পড়লেন রাহুল-আথিয়া। গত সোমবার মালা বদল হয়েছে তাদের। সুনীল শেঠির খান্ডালার খামার বাড়ি ‘জাহানে’ ভারতীয় সংস্কৃতি অনুযায়ী বিয়ে করেছেন তারা। সোমবার বিকালে সুনীল আর তার ছেলে অহন শেঠি বাড়ি থেকে বেরিয়ে এসে মিষ্টিমুখ করান বাইরে উপস্থিত আলোকচিত্রী এবং সাংবাদিকদের। আথিয়া-রাহুলের বিয়েতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন মিলিয়ে নিমন্ত্রিতের সংখ্যা মাত্র ১০০ জন। তবে রিসেপশনের অনুষ্ঠান আরও বড় করে হবে কয়েক সপ্তাহ পরে। রাহুলকে ট্যাগ করে আথিয়া বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও দেখা দিয়েছেন নবদম্পতি। ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে আথিয়া লিখেছেন, ‘তোমার আলোয় আমি শিখেছি, কী ভাবে ভালো বাসতে হয়।’ দীর্ঘদিন ধরেই প্রেম পর্ব চলছিল রাহুল-আথিয়ার। কবে বিবাহ-বন্ধনে আবদ্ধ হবেন, সেই নিয়েও ছিল নানা গুঞ্জন। অবশেষে চার হাত এক হল। সূত্র: এনডিটিভি
রাহুল-আথিয়ার বিয়ের ছবি প্রকাশ্যে

Read Time:1 Minute, 35 Second