এনডিটিভি : রাশিয়ার হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইউক্রেনের প্রায় এক ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অর্থনৈতিক উপদেষ্টা ওলেগ উস্তেঙ্কো এমন দাবি করেছেন। জার্মানিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, এই ক্ষতি ইউক্রেনের বার্ষিক জিডিপির পাঁচ গুণ।
এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারিতে রুশ হামলার দুই সপ্তাহ পরেই ইউক্রেনের ১০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়। ওলেগ উস্তেঙ্কো বলেন, এই যুদ্ধের কারণে জনগণের টাকায় উল্লেখযোগ্যভাবে প্রভাব পড়ছে। অনেকের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই পুরোপুরি কাজ করতে পারছেন না। এর অর্থ হলো বাজেট প্রাথমিকভাবে যা আশা করা হয়েছিল এর তুলনায় অনেক কম দিতে হবে।
ইউক্রেনের প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা জানান, সরকারি ব্যয়ে কঠোর হ্রাস সত্ত্বেও ইউক্রেনীয় সরকার হামলার পর থেকে প্রতি মাসে পাঁচ বিলিয়ন ইউরো ঘাটতিতে রয়েছে। তবে আগামী বছর এই ঘাটতি সাড়ে তিন বিলিয়ন ইউরোতে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।
ঘাটতি কাটাতে এরইমধ্যে বিশ্ব ব্যাংক, জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে কয়েক বিলিয়ন নগদ অর্থ দিয়েছে।
রাশিয়ার হামলায় ইউক্রেনের ক্ষতি ১ ট্রিলিয়ন ডলার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ