ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

রানির জন্য কাঁদলেন মেগান

  • আপডেট সময় : ০১:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে কাঁদলেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির কফিন নিয়ে যাওয়ার সময় মেগানের চোখ দিয়ে জল পড়তে দেখা গেছে। খবর দ্য নিউইয়র্ক পোস্টের। রানির শেষকৃত্যের অনুষ্ঠানে ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল কালো রঙের পোশাক পরেছিলেন। তাঁর মাথায় ছিল কালো রঙের চওড়া টুপি। রাজপরিবারের পেছনে দাঁড়িয়েছিলেন তিনি। মেগানকে দেখা গেছে দস্তানা পরা হাতে চোখের জল মুছতে। তিনি এ সময় খুব গম্ভীরও ছিলেন। রানির কফিন শেষবারের মতো নিয়ে যাওয়ার সময় মেগানের ঠোঁটও কাঁপছিল।
যুক্তরাজ্যে সোমবার সকালে রানির শেষকৃত্য চলাকালে প্রিন্স হ্যারির ভাই উইলিয়াম, তাঁর স্ত্রী ও সন্তানেরা প্রথম সারিতে বসেছিলেন। দ্বিতীয় সারিতে প্রিন্স হ্যারির সঙ্গে বসেছিলেন মেগান মার্কেল। রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের পেছনে বসেছিলেন মেগান। নিউইয়র্ক পোস্ট বলছে, শেষকৃত্য অনুষ্ঠানে দুই হাজার রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা অংশ নেন। অন্যদের সঙ্গে মেগানকেও গলা মিলাতে দেখা গেছে। মেগান মার্কেলের পেছনে ১৪তম সারিতে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন। স্কটল্যান্ডে গ্রীষ্মকালীন নিবাস বালমোর ক্যাসেলে ৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুর মাত্র দুই দিন আগে রানি যুক্তরাজ্যের ১৫তম প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে নিয়োগ দেন। লিজের সঙ্গে তোলা ওই ছবিতে রানিকে দুর্বল দেখালেও তাঁর মুখে হাসি ছিল। তিনি একটি লাঠির সাহায্যে হাঁটছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউনূস-রুবিও ফোনালাপ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বাড়াতে জোর

রানির জন্য কাঁদলেন মেগান

আপডেট সময় : ০১:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে কাঁদলেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির কফিন নিয়ে যাওয়ার সময় মেগানের চোখ দিয়ে জল পড়তে দেখা গেছে। খবর দ্য নিউইয়র্ক পোস্টের। রানির শেষকৃত্যের অনুষ্ঠানে ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল কালো রঙের পোশাক পরেছিলেন। তাঁর মাথায় ছিল কালো রঙের চওড়া টুপি। রাজপরিবারের পেছনে দাঁড়িয়েছিলেন তিনি। মেগানকে দেখা গেছে দস্তানা পরা হাতে চোখের জল মুছতে। তিনি এ সময় খুব গম্ভীরও ছিলেন। রানির কফিন শেষবারের মতো নিয়ে যাওয়ার সময় মেগানের ঠোঁটও কাঁপছিল।
যুক্তরাজ্যে সোমবার সকালে রানির শেষকৃত্য চলাকালে প্রিন্স হ্যারির ভাই উইলিয়াম, তাঁর স্ত্রী ও সন্তানেরা প্রথম সারিতে বসেছিলেন। দ্বিতীয় সারিতে প্রিন্স হ্যারির সঙ্গে বসেছিলেন মেগান মার্কেল। রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের পেছনে বসেছিলেন মেগান। নিউইয়র্ক পোস্ট বলছে, শেষকৃত্য অনুষ্ঠানে দুই হাজার রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা অংশ নেন। অন্যদের সঙ্গে মেগানকেও গলা মিলাতে দেখা গেছে। মেগান মার্কেলের পেছনে ১৪তম সারিতে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন। স্কটল্যান্ডে গ্রীষ্মকালীন নিবাস বালমোর ক্যাসেলে ৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুর মাত্র দুই দিন আগে রানি যুক্তরাজ্যের ১৫তম প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে নিয়োগ দেন। লিজের সঙ্গে তোলা ওই ছবিতে রানিকে দুর্বল দেখালেও তাঁর মুখে হাসি ছিল। তিনি একটি লাঠির সাহায্যে হাঁটছিলেন।