ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

রাতভর ২৮ কিমি হেঁটে বিয়ে করতে গেলেন তিনি

  • আপডেট সময় : ১০:৩৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • ১৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : সড়কে চলছে গাড়িচালকদের ধর্মঘট। নেই গাড়ি। তাই বলে কি বিয়ে থেমে থাকবে? বিয়ের লগ্ন বয়ে যাবে? এ পরিস্থিতিতে অভিনব কাজ করেছেন ভারতীয় এক বর। বিয়ে করার জন্য আত্মীয়-পরিজন নিয়ে পুরো রাত হেঁটে কনের বাড়িতে গেছেন তিনি। তা–ও সামান্য দূরত্বে নয়, পাক্কা ২৮ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন বরসহ বরযাত্রীরা।
এ ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার, ভারতের ওডিশায়। বরের বাড়ি সেখানকার সুনাখান্ডি পঞ্চায়েতে। কনের দিবালাপুডু গ্রামে। মাঝের দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। গতকাল শুক্রবার সকালে তাঁদের বিয়ের লগ্ন নির্ধারিত ছিল। এ কারণে আগের রাতে সদলবল হেঁটে বর সুনাখান্ডি থেকে দিবালাপুডুতে কনের বাড়িতে পৌঁছে যান। এ ছাড়া আর উপায় ছিল না ওই বরের। কারণ, বিয়ের লগ্ন পেরিয়ে গেলে সমস্যা। এর মধ্যে গাড়িচালকদের ধর্মঘট চলছে সড়কে। তাই গাড়ি না পেয়ে বাধ্য হয়ে পদব্রজে বিয়ে করতে যাওয়ার এই সিদ্ধান্ত। বরযাত্রীদের ওই পদব্রজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বরের পোশাক পরা এক ব্যক্তির নেতৃত্বে একদল নারী-পুরুষ সেজেগুজে ফাঁকা সড়কে হেঁটে চলেছেন। তবে ওই বর-কনের পরিচয় জানানো হয়নি। বরযাত্রীর একজন সংবাদমাধ্যমকে বলেন, ‘চালকদের ধর্মঘটের কারণে আমরা কোনো গাড়ি পাইনি। সড়কে কোনো গাড়ি চলছে না। তাই বাধ্য হয়ে আমরা হেঁটে কনের বাড়িতে গিয়েছি। আমাদের করার মতো বিকল্প কিছু ছিল না।’
পরে শুক্রবার সকালে নির্ধারিত লগ্নে ওই বর-কনের বিয়ে হয়। পরে বরযাত্রীরা কনের বাড়িতে অবস্থান করেন। ধর্মঘট উঠে গেলে তাঁদের বাড়ি ফেরার কথা রয়েছে। পেনশন, বিমার মতো বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা চালুর দাবিতে ওডিশার গাড়িচালকেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। গত বুধবার থেকে ধর্মঘট পালন করছেন তাঁরা। এতে ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। দাবিদাওয়া পূরণের জন্য ওডিশার গাড়িচালকেরা গতকাল প্রশাসনকে ৯০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাতভর ২৮ কিমি হেঁটে বিয়ে করতে গেলেন তিনি

আপডেট সময় : ১০:৩৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩

প্রত্যাশা ডেস্ক : সড়কে চলছে গাড়িচালকদের ধর্মঘট। নেই গাড়ি। তাই বলে কি বিয়ে থেমে থাকবে? বিয়ের লগ্ন বয়ে যাবে? এ পরিস্থিতিতে অভিনব কাজ করেছেন ভারতীয় এক বর। বিয়ে করার জন্য আত্মীয়-পরিজন নিয়ে পুরো রাত হেঁটে কনের বাড়িতে গেছেন তিনি। তা–ও সামান্য দূরত্বে নয়, পাক্কা ২৮ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন বরসহ বরযাত্রীরা।
এ ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার, ভারতের ওডিশায়। বরের বাড়ি সেখানকার সুনাখান্ডি পঞ্চায়েতে। কনের দিবালাপুডু গ্রামে। মাঝের দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। গতকাল শুক্রবার সকালে তাঁদের বিয়ের লগ্ন নির্ধারিত ছিল। এ কারণে আগের রাতে সদলবল হেঁটে বর সুনাখান্ডি থেকে দিবালাপুডুতে কনের বাড়িতে পৌঁছে যান। এ ছাড়া আর উপায় ছিল না ওই বরের। কারণ, বিয়ের লগ্ন পেরিয়ে গেলে সমস্যা। এর মধ্যে গাড়িচালকদের ধর্মঘট চলছে সড়কে। তাই গাড়ি না পেয়ে বাধ্য হয়ে পদব্রজে বিয়ে করতে যাওয়ার এই সিদ্ধান্ত। বরযাত্রীদের ওই পদব্রজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বরের পোশাক পরা এক ব্যক্তির নেতৃত্বে একদল নারী-পুরুষ সেজেগুজে ফাঁকা সড়কে হেঁটে চলেছেন। তবে ওই বর-কনের পরিচয় জানানো হয়নি। বরযাত্রীর একজন সংবাদমাধ্যমকে বলেন, ‘চালকদের ধর্মঘটের কারণে আমরা কোনো গাড়ি পাইনি। সড়কে কোনো গাড়ি চলছে না। তাই বাধ্য হয়ে আমরা হেঁটে কনের বাড়িতে গিয়েছি। আমাদের করার মতো বিকল্প কিছু ছিল না।’
পরে শুক্রবার সকালে নির্ধারিত লগ্নে ওই বর-কনের বিয়ে হয়। পরে বরযাত্রীরা কনের বাড়িতে অবস্থান করেন। ধর্মঘট উঠে গেলে তাঁদের বাড়ি ফেরার কথা রয়েছে। পেনশন, বিমার মতো বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা চালুর দাবিতে ওডিশার গাড়িচালকেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। গত বুধবার থেকে ধর্মঘট পালন করছেন তাঁরা। এতে ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। দাবিদাওয়া পূরণের জন্য ওডিশার গাড়িচালকেরা গতকাল প্রশাসনকে ৯০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন।