নাটোর সংবাদদাতা : নাটোরের লালপুরে ২২০ গ্রাম হিরোইন সংরক্ষণ এবং বহনের দায়ে কবির ইসলাম (২০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এই আদেশ দেন। কবির রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের মোনতাজ আলীর ছেলে। জানা যায়, ২০২২ সালের ১৫ নভেম্বর লালপুর উপজেলার তিলকপুর বাজারে র্যাবের অভিযানকালে কবির ইসলামকে তল্লাশি করা হয়। এ সময় তার জুতার ভেতর থেকে দুই প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। প্রতি প্যাকেটে ১১০ গ্রাম হেরোইন ছিল।