ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধবিরতিতে পৌঁছতে পারে লেবানন-ইসরায়েল

  • আপডেট সময় : ০৭:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : লেবাননের তত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে। বুধবার মিকাতি এই আশা প্রকাশ করেন। ওদিকে, ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’ যুদ্ধবিরতি চুক্তির একটি খসড়া প্রকাশ করেছে। এতে প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা আছে। সম্প্রচারমাধ্যমটি বলেছে, খসড়া চুক্তিটি ওয়াশিংটনের ফাঁস হওয়া একটি লিখিত প্রস্তাব। এতে বলা হয়েছে, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে লেবানন থেকে সেনা সরিয়ে নেবে। লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি বলেছেন, আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে লেবাননে যুদ্ধবিরতি চুক্তি হবে বলে তার বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন দূত আমোস হোচেস্টেইনের সঙ্গে কথা বলার পর তিনি অনেক বেশি আশাবাদী হয়ে উঠেছেন বলে জানান। আমোসের বৃহস্পতিবারই ইসরায়েল ভ্রমণের কথা রয়েছে। লেবাননের আল জাদিদ টিভি-কে প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, “আমার সঙ্গে ফোন কলে আমোস বলেছেন, ইসরায়েলের সঙ্গে আমাদের একটি যুদ্ধবিরতি চুক্তি এ মাস শেষের আগে কিংবা ৫ নভেম্বরের আগেই হতে পারে।” মিকাতি বলেন, “আমরা যা কিছু করা সম্ভব করছি। আমাদের আশাবাদী থাকা উচিত যে আগামী কয়েক ঘণ্টা কিংবা কয়েকদিনে আমরা একটি যুদ্ধবিরতি করতে পারব।” গত বছর ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই গাজাবাসীর সমর্থনে ইসরায়েলে সীমিত পরিসরে হামলা শুরু করে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। গত ৫ সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের লড়াই নাটকীয়ভাবে বেড়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুদ্ধবিরতিতে পৌঁছতে পারে লেবানন-ইসরায়েল

আপডেট সময় : ০৭:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

প্রত্যাশা ডেস্ক : লেবাননের তত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে। বুধবার মিকাতি এই আশা প্রকাশ করেন। ওদিকে, ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’ যুদ্ধবিরতি চুক্তির একটি খসড়া প্রকাশ করেছে। এতে প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা আছে। সম্প্রচারমাধ্যমটি বলেছে, খসড়া চুক্তিটি ওয়াশিংটনের ফাঁস হওয়া একটি লিখিত প্রস্তাব। এতে বলা হয়েছে, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে লেবানন থেকে সেনা সরিয়ে নেবে। লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি বলেছেন, আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে লেবাননে যুদ্ধবিরতি চুক্তি হবে বলে তার বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন দূত আমোস হোচেস্টেইনের সঙ্গে কথা বলার পর তিনি অনেক বেশি আশাবাদী হয়ে উঠেছেন বলে জানান। আমোসের বৃহস্পতিবারই ইসরায়েল ভ্রমণের কথা রয়েছে। লেবাননের আল জাদিদ টিভি-কে প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, “আমার সঙ্গে ফোন কলে আমোস বলেছেন, ইসরায়েলের সঙ্গে আমাদের একটি যুদ্ধবিরতি চুক্তি এ মাস শেষের আগে কিংবা ৫ নভেম্বরের আগেই হতে পারে।” মিকাতি বলেন, “আমরা যা কিছু করা সম্ভব করছি। আমাদের আশাবাদী থাকা উচিত যে আগামী কয়েক ঘণ্টা কিংবা কয়েকদিনে আমরা একটি যুদ্ধবিরতি করতে পারব।” গত বছর ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই গাজাবাসীর সমর্থনে ইসরায়েলে সীমিত পরিসরে হামলা শুরু করে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। গত ৫ সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের লড়াই নাটকীয়ভাবে বেড়েছে।