নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসায় কড়াকড়ি আরোপের যে ঘোষণা যুক্তর্ষ্ট্রা দিয়েছে, সেটাকে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অঙ্গীকারের প্রতি সমর্থনের প্রকাশ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নতুন ভিসা নীতি ঘোষণা করার পর গতকাল বৃহস্পতিবার এমন প্রতিক্রিয়া আসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে।
বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন নতুন ভিসা নীতি ঘোষণা করে বলেন, সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় যারা বাধা হয়ে দাঁড়াবে, তারা সেদেশে যাওয়ার ভিসা পাবেন না। এর মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা বা কর্মচারী, সরকার সমর্থক ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ব্লিংকেন বলেছেন, “বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সকলকে আমাদের সমর্থন দিতে আমি এই নীতি ঘোষণা করছি।”
সংসদ নির্বাচনের এক বছরের কম সময় আগে ওয়াশিংটনের এই পদক্ষেপ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আসে। এতে বলা হয়, “দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখতে সর্বস্তরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের দ্ব্যর্থহীন প্রতিশ্রুতির বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশ এই নীতিকে দেখতে চায়।”