ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মোহাম্মদপুর কলেজগেটে ব্যাংক থেকে গ্রাহকের লাখ টাকা চুরি

  • আপডেট সময় : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই, মারধরসহ নানা ধরনের অপরাধের মধ্যে এবার ব্যাংক থেকে গ্রাহকের এক লাখ চাকা চুরির খবর এসেছে। সোনালী ব্যাংকের কলেজগেট শাখায় পেনশনের টাকা তোলার পর গত (২৪ অক্টোবর) বৃহস্পতিবার দিনে-দুপুরে এ ঘটনার শিকার হন মো. খলিলুর রহমান নামে এক অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে। সত্তোরোর্ধ এই ব্যক্তির অভিযোগ সঠিক বলে তথ্য দিলেও এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান। এর আগে গত রোববার সকালে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকার সড়কে ‘নেসলে’ কোম্পানির একটি গাড়ি থামিয়ে ছুরি-চাপাতির মুখে নগদ ১১ লাখ ৮৫ হাজার টাকা ও ১৭ হাজার টাকার চেক ছিনতাইয়ের ঘটনা ঘটে। সবশেষ টাকা খোয়ানো বয়োজ্যেষ্ঠ ওই ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি করেছেন জানিয়ে ওসি বলেন, “আমরা ঘটনার সত্যতা পেয়েছি। পরে ওনার সঙ্গে যোগাযোগ করে মামলা করতে অনুরোধ করেছি। কিন্তু তিনি মামলা করতে অস্বীকৃতি জানিয়েছেন।” তবে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের কাজ শুরুর তথ্য দেন তিনি।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের অ্যাকাউন্ট থেকে পেনশনের এক লাখ ৪২ হাজার টাকা তোলেন ভুক্তভোগী খলিলুর রহমান। যেখান থেকে এক লাখ টাকা চুরি হয়। ব্যাংকের ভেতরের একটি সিসিটিভি ভিডিওত দেখা গেছে, টাকা তোলার পর একটি শপিং ব্যাগে রাখেন খলিলুর রহমান। একটি টেবিলে ব্যাংক কর্মকর্তার সঙ্গে ব্যস্ততার সুযোগে তার পাশে থাকা তিনজন শপিং ব্যাগ থেকে টাকা সরিয়ে নেন। ২০১৪ সালে খাদ্য বিভাগের পরিদর্শক হিসেবে চাকরি শেষে অবসরে যাওয়া খলিলুর ঘটনার পরপরই তা ব্যাংক কর্তৃপক্ষকে জানান এবং থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি বলেন, “টাকা তোলার পর নতুন চেক বই উত্তোলনের সময় হাতে থাকা শপিং ব্যাগ কেটে এক লাখ টাকার একটি বান্ডিল নিয়ে পালিয়ে গেছে।”
গত কয়েকদিন থেকে মোহাম্মদপুর এলাকা অপরাধপ্রবণ হয়ে উঠেছে। গত ১৯ অক্টোবর রাতে শিয়া মসজিদ এলাকায় বাজার কমিটি নিয়ে দ্বন্দ্বে আবুল হোসেন ও মাহবুব হোসেন নামের আপন দুই ভাইকে গুলি করা হয়। এর তিন দিন আগে ১৬ অক্টোবর বসিলায় শাহরিয়ার আশিক নামে এক সিএনজি চালিত অটোরিকশার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একইদিন জেনিভা ক্যাম্পে গুলিতে শাহনেওয়াজ নামে একজন নিহত হয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরে শাহীন ও রিয়াজ নামে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে কুপিয়ে আহত করা হয়। এর আগে ১৭ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বেড়ীবাঁধ সংলগ্ন গ্রিন ভিউ হাউজিংয়ের সড়কে শাহাদত হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এর দুদিন পরেই একই এলাকায় নাসির বিশ্বাস ও মুন্না নামে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে মোহাম্মদপুরের সন্ত্রাসীগ্রুপগুলোর মধ্যে উত্তেজনা চলছে। প্রায় প্রতিদিনই খুন, ছিনতাই, মারধর-গুলির ঘটনায় “নড়বড়ে” হয়ে পড়েছে পুরো এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত প্রক্রিয়ায় গুরুত্বারোপ

মোহাম্মদপুর কলেজগেটে ব্যাংক থেকে গ্রাহকের লাখ টাকা চুরি

আপডেট সময় : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই, মারধরসহ নানা ধরনের অপরাধের মধ্যে এবার ব্যাংক থেকে গ্রাহকের এক লাখ চাকা চুরির খবর এসেছে। সোনালী ব্যাংকের কলেজগেট শাখায় পেনশনের টাকা তোলার পর গত (২৪ অক্টোবর) বৃহস্পতিবার দিনে-দুপুরে এ ঘটনার শিকার হন মো. খলিলুর রহমান নামে এক অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে। সত্তোরোর্ধ এই ব্যক্তির অভিযোগ সঠিক বলে তথ্য দিলেও এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান। এর আগে গত রোববার সকালে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকার সড়কে ‘নেসলে’ কোম্পানির একটি গাড়ি থামিয়ে ছুরি-চাপাতির মুখে নগদ ১১ লাখ ৮৫ হাজার টাকা ও ১৭ হাজার টাকার চেক ছিনতাইয়ের ঘটনা ঘটে। সবশেষ টাকা খোয়ানো বয়োজ্যেষ্ঠ ওই ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি করেছেন জানিয়ে ওসি বলেন, “আমরা ঘটনার সত্যতা পেয়েছি। পরে ওনার সঙ্গে যোগাযোগ করে মামলা করতে অনুরোধ করেছি। কিন্তু তিনি মামলা করতে অস্বীকৃতি জানিয়েছেন।” তবে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের কাজ শুরুর তথ্য দেন তিনি।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের অ্যাকাউন্ট থেকে পেনশনের এক লাখ ৪২ হাজার টাকা তোলেন ভুক্তভোগী খলিলুর রহমান। যেখান থেকে এক লাখ টাকা চুরি হয়। ব্যাংকের ভেতরের একটি সিসিটিভি ভিডিওত দেখা গেছে, টাকা তোলার পর একটি শপিং ব্যাগে রাখেন খলিলুর রহমান। একটি টেবিলে ব্যাংক কর্মকর্তার সঙ্গে ব্যস্ততার সুযোগে তার পাশে থাকা তিনজন শপিং ব্যাগ থেকে টাকা সরিয়ে নেন। ২০১৪ সালে খাদ্য বিভাগের পরিদর্শক হিসেবে চাকরি শেষে অবসরে যাওয়া খলিলুর ঘটনার পরপরই তা ব্যাংক কর্তৃপক্ষকে জানান এবং থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি বলেন, “টাকা তোলার পর নতুন চেক বই উত্তোলনের সময় হাতে থাকা শপিং ব্যাগ কেটে এক লাখ টাকার একটি বান্ডিল নিয়ে পালিয়ে গেছে।”
গত কয়েকদিন থেকে মোহাম্মদপুর এলাকা অপরাধপ্রবণ হয়ে উঠেছে। গত ১৯ অক্টোবর রাতে শিয়া মসজিদ এলাকায় বাজার কমিটি নিয়ে দ্বন্দ্বে আবুল হোসেন ও মাহবুব হোসেন নামের আপন দুই ভাইকে গুলি করা হয়। এর তিন দিন আগে ১৬ অক্টোবর বসিলায় শাহরিয়ার আশিক নামে এক সিএনজি চালিত অটোরিকশার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একইদিন জেনিভা ক্যাম্পে গুলিতে শাহনেওয়াজ নামে একজন নিহত হয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরে শাহীন ও রিয়াজ নামে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে কুপিয়ে আহত করা হয়। এর আগে ১৭ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বেড়ীবাঁধ সংলগ্ন গ্রিন ভিউ হাউজিংয়ের সড়কে শাহাদত হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এর দুদিন পরেই একই এলাকায় নাসির বিশ্বাস ও মুন্না নামে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে মোহাম্মদপুরের সন্ত্রাসীগ্রুপগুলোর মধ্যে উত্তেজনা চলছে। প্রায় প্রতিদিনই খুন, ছিনতাই, মারধর-গুলির ঘটনায় “নড়বড়ে” হয়ে পড়েছে পুরো এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি।