নিজস্ব প্রতিবেদক : সাহিত্যিক বশীর আল্হেলাল ৮৫ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে মারা গেলেন। গতকাল মঙ্গলবার বেলা পৌনে দুইটায় নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।
বশীর আল্হেলালের ছেলে সৈয়দ রওনক মুরাদ বলেন, রাজধানীর মোহাম্মদপুরে নিজের বাসায়ই তাঁর বাবা মারা যান। তিনি আলঝেইমার রোগে ভুগছিলেন, কাউকে চিনতে পারতেন না। মঙ্গলবার বিকেল পাঁচটায় তাঁর মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হয়। এরপর দাফন করা হয় রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। বশীর আল্হেলাল ১৯৩৬ সালের ৬ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন বাংলা একাডেমির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
মারা গেলেন বশীর আল্হেলাল
                                 ট্যাগস :  
                                                            
							
                            
                                      জনপ্রিয় সংবাদ                                
                                 
																			 
										



















