বরিশাল সংবাদদাতা : মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত সরকারি বরিশাল কলেজের একমাত্র মাঠ নষ্ট করে ভবন নির্মাণ বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। গতকাল সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত সরকারি বরিশাল কলেজের মাঠ রক্ষা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাঠ রক্ষা কমিটির সভাপতি শাহ সাজেদা ও পরিচালনা করেন রক্ষা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। সমাবেশে বক্তব্য দেন বেলা বরিশাল শাখার সমন্বয়ক লিংকন বায়েন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল হাওলাদার, গণতান্ত্রিক আইনজীবী সমিতি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, বরিশাল সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজি মিজানুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক টুনু রানী কর্মকার, শুভ সংগঠনের আহ্বায়ক মোসা. নীলা, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার সংগঠক তুষার সেন, সরকারি বরিশাল কলেজ শাখার শিক্ষার্থী শিবানী শিকদার প্রমুখ।