বিদেশের খবর ডেস্ক : মস্কোতে ‘ড্রোন হামলার’ ঘটনার পর রাশিয়ার সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সমালোচনা করেছেন ভাড়াটে গোষ্ঠী ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তিনি বলেছেন, ক্রেমলিন রাজধানী শহরটিকে ভালোভাবে রক্ষা করতে পারেনি। গতকাল বুধবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে প্রশ্ন তুলে প্রিগোজিন বলেন, ‘আপনারা কীভাবে মস্কোতে ড্রোন পৌঁছানোর সুযোগ দেন? এমনটা হলে সাধারণ মানুষ কী করবে?’ সামরিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘হামলা প্রতিহত করতে আপনারা কিছুই করেননি। ’ ঙ্গলবার (৩০ মে) রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি ভবনের সামান্য ক্ষতি হয়। পরে জানানো হয়, হামলায় একজন নিহত হয়েছেন। ড্রোন হামলার পর এক প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘এটি স্পষ্টতই সন্ত্রাসী কার্যকলাপের লক্ষণ। তারা (ইউক্রেন) আমাদের উসকানি দিচ্ছে। ’ তিনি বলেন, ‘এই হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সন্তোষজনকভাবে হামলা মোকাবেলা করেছে। ’
মস্কোতে ড্রোন হামলা: রুশ কর্মকর্তাদের সমালোচনায় ভাগনার প্রধান
জনপ্রিয় সংবাদ