ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

ভোলা ছাত্রদল সভাপতি নিহতের ঘটনায় ওসিসহ ৪৬ পুলিশের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : ১২:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • ১৬ বার পড়া হয়েছে

ভোলা সংবাদদাতা : জেলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. আরমান হোসেনসহ ৪৬ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের স্ত্রী ইফাত জাহান সিফাত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন তিনি। ভোলা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক এই তথ্য নিশ্চিত করেন। বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত জানান, নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নিহত নুরে আলমের স্ত্রী ইফাত জাহান সিফাত বাদী হয়ে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে ৪৬ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা করেন। আদালত আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে সকল তথ্য-প্রমাণ আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার অভিযোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ভোলা জেলা বিএনপি। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোডে যাওয়ার সময় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী এবং ১০ পুলিশ সদস্য আহত হয়। পরে ওইদিন আব্দুর রহিম নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হন এবং গত ৩ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম মারা যান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভোলা ছাত্রদল সভাপতি নিহতের ঘটনায় ওসিসহ ৪৬ পুলিশের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১২:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২

ভোলা সংবাদদাতা : জেলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. আরমান হোসেনসহ ৪৬ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের স্ত্রী ইফাত জাহান সিফাত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন তিনি। ভোলা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক এই তথ্য নিশ্চিত করেন। বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত জানান, নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নিহত নুরে আলমের স্ত্রী ইফাত জাহান সিফাত বাদী হয়ে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে ৪৬ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা করেন। আদালত আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে সকল তথ্য-প্রমাণ আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার অভিযোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ভোলা জেলা বিএনপি। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোডে যাওয়ার সময় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী এবং ১০ পুলিশ সদস্য আহত হয়। পরে ওইদিন আব্দুর রহিম নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হন এবং গত ৩ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম মারা যান।