ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় ক্রিকেটারের ছেলে রূপান্তরকামী নারী

  • আপডেট সময় : ০৪:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক: ২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তার ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সঞ্জয়ের সন্তান জানিয়েছেন এ খবর। তিনি এখন থেকে ট্রান্স বা রূপান্তরকামী নারী। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন। শেষ ১১ মাস ধরে নিজের লিঙ্গ পরিবর্তনের কাজ করেছেন বলে জানান।
আনায়া নিজে বাবার মতোই ক্রিকেটার ছিলেন। তবে লিঙ্গ পরিবর্তনের কারণে তার আর ক্রিকেট খেলা হবে না। তার পোস্টে বলেন, ‘তরুণ বয়স থেকে, ক্রিকেট সব সময় আমার জীবনের একটা অংশ। বড় হওয়ার পর্বে, আমি আমার বাবাকে দেখেছি, তিনি কীভাবে দেশের হয়ে খেলেছন ও কোচিং করেছেন। আমিও তার পথ অনুসরণের স্বপ্ন দেখতাম। আগ্রহ, নিয়মানুবর্তিতা ও তার দেখানো পথ আমাকে বারবার অনুপ্রাণিত করেছে। আমি নিজেকে ক্রিকেটার হিসেবে তৈরি করতে কাজ শুরু করি। আশায় ছিলাম, একদিন আমি ভারতের হয়ে বিশ্বমঞ্চে খেলব।’
লিঙ্গ পরিবর্তনের কারণে শরীরে অনেক পরিবর্তন এসেছে তার। ফলে এখন আর খেলতে নামতে পারেন না তিনি। তিনি লেখেন, ‘আমি কোনোদিন ভাবিনি, ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাদ দেব। কিন্তু আমাকে সেটা করতে হয়েছে বাস্তবতার জন্য। একজন ট্রান্স নারী হওয়ার হরমোন থেরাপিতে আমার শরীরে অনেক পরিবর্তন এসেছে। আমি পেশি হারাতে থাকি ও খেলোয়াড় হওয়ার গুণাবলি হ্রাস পেতে থাকে। আমি যেই খেলাকে ভালোবাসতাম সেটি আমার থেকে সরে যেতে থাকে।’
আনায়া বর্তমানে আছেন ইংল্যান্ডে। ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের দরজা কিছু দিন আগেই বন্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে আনায়া চান বাবার মতো দেশের প্রতিনিধিত্ব করতে। তবে ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের কোনো নিয়ম নেই। যে কারণে তিনি উদ্বেগও প্রকাশ করেছেন।

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভারতীয় ক্রিকেটারের ছেলে রূপান্তরকামী নারী

আপডেট সময় : ০৪:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

নারী ও শিশু ডেস্ক: ২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তার ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সঞ্জয়ের সন্তান জানিয়েছেন এ খবর। তিনি এখন থেকে ট্রান্স বা রূপান্তরকামী নারী। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন। শেষ ১১ মাস ধরে নিজের লিঙ্গ পরিবর্তনের কাজ করেছেন বলে জানান।
আনায়া নিজে বাবার মতোই ক্রিকেটার ছিলেন। তবে লিঙ্গ পরিবর্তনের কারণে তার আর ক্রিকেট খেলা হবে না। তার পোস্টে বলেন, ‘তরুণ বয়স থেকে, ক্রিকেট সব সময় আমার জীবনের একটা অংশ। বড় হওয়ার পর্বে, আমি আমার বাবাকে দেখেছি, তিনি কীভাবে দেশের হয়ে খেলেছন ও কোচিং করেছেন। আমিও তার পথ অনুসরণের স্বপ্ন দেখতাম। আগ্রহ, নিয়মানুবর্তিতা ও তার দেখানো পথ আমাকে বারবার অনুপ্রাণিত করেছে। আমি নিজেকে ক্রিকেটার হিসেবে তৈরি করতে কাজ শুরু করি। আশায় ছিলাম, একদিন আমি ভারতের হয়ে বিশ্বমঞ্চে খেলব।’
লিঙ্গ পরিবর্তনের কারণে শরীরে অনেক পরিবর্তন এসেছে তার। ফলে এখন আর খেলতে নামতে পারেন না তিনি। তিনি লেখেন, ‘আমি কোনোদিন ভাবিনি, ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাদ দেব। কিন্তু আমাকে সেটা করতে হয়েছে বাস্তবতার জন্য। একজন ট্রান্স নারী হওয়ার হরমোন থেরাপিতে আমার শরীরে অনেক পরিবর্তন এসেছে। আমি পেশি হারাতে থাকি ও খেলোয়াড় হওয়ার গুণাবলি হ্রাস পেতে থাকে। আমি যেই খেলাকে ভালোবাসতাম সেটি আমার থেকে সরে যেতে থাকে।’
আনায়া বর্তমানে আছেন ইংল্যান্ডে। ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের দরজা কিছু দিন আগেই বন্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে আনায়া চান বাবার মতো দেশের প্রতিনিধিত্ব করতে। তবে ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের কোনো নিয়ম নেই। যে কারণে তিনি উদ্বেগও প্রকাশ করেছেন।

আজকের প্রত্যাশা/কেএমএএ