The Daily Ajker Prottasha

ব্র্যাক ব্যাংক ‘তারা’ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ আয়োজিত

0 0
Read Time:3 Minute, 30 Second

নিজস্ব প্রতিবেদক : নারীর আর্থিক সচেতনতা বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংক ‘তারা’ ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লি. মঙ্গলবার নারী উদ্যোক্তা বিষয়ে একটি ওয়েবিনারের আয়োজন করে। ওয়েবিনারে বক্তারা বাংলাদেশের নারীদের সাহস করে অল্প অল্প করে পুঁজিবাজারে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন। এছাড়াও বক্তারা নারীদের পুজিবাজারে বিনিয়োগের উৎসাহী হতে বলেন। মঙ্গলবার রাত ৮ টায় সচেতনতামূলক একটি ওয়েবিনারের আয়োজন করা হয়। “এজঙড ণঙটজ গঙঘঊণ – খঊঅজঘ অইঙটঞ ণঙটজ চঊজঝঙঘঅখ ওঘঠঊঝঞগঊঘঞ” শীর্ষক ওয়েবিনারে বক্তা হিসেবে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক শবনাজ আমিন অদিতি, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের রিসার্চ এনালিস্ট আনিকা মাফিজ, বিনিয়োগকারী হিসেবে ছিলেন রাশেদা আক্তার এবং ওয়েবিনারটি সঞ্চালনা করেন ব্র্যাক ব্যাংকের কাস্টমার এক্সপেরিয়েন্সের প্রধান ফারদিনা হাফিজ। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক শবনাজ আমিন অদিতি নারীর আর্থিক স্বাধীনতার প্রয়োজনীয়তা এবং সে স্বাধীনতা অর্জনের উপায় গুলো নিয়ে আলোচনা করেন। তিনি নারীদের সাহস করে অল্প অল্প করে বিনিয়োগ করার পরামর্শ দেন। বিনিয়োগের মাধ্যমগুলো এবং সেগুলো সম্পর্কে জানার পথ নিয়েও আলোচনা করেন। ওয়েবিনারে বক্তারা পুঁজিবাজারকে বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে তুলে ধরেছেন। এসময় রিসার্চ এনালিস্ট আনিকা মাফিজ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে দেয়া তার একটি প্রেজেন্টেশনে দেখান। এতে তিনি উল্লেখ করেন, পুঁজিবাজারে গ্রো করার অনেক সুযোগ থাকা সত্ত্বেও মাত্র ০.৭% নারী বাংলাদেশ পুঁজিবাজারে বিনিয়োগ করছেন। যেখানে বিশ্বে ৩২% নারীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এছাড়াও প্রেজেন্টেশনে তিনি নারীদের কেন বিনিয়োগ করা উচিত, কিভাবে কখন ও কোথায় বিনিয়োগ করা উচিত সেসব বিষয়ও তুলে ধরেন। বিনিয়োগের অন্যতম মাধ্যম পুঁজিবাজারে কিভাবে বিনিয়োগ করা উচিত এবং এর সুবিধাগুলোও উঠে আসে তার প্রেজেন্টেশনে। বিনিয়োগকারী রাশেদা আক্তার তার নিজস্ব বিনিয়োগযাত্রা এবং পুঁজিবাজারে বিনিয়োগ করার সুবাদে এখানে বিনিয়োগকারীদের করণীয় এবং পুঁজিবাজারে ডিজিটালাইজেশনের দিকটি নিয়ে আলোচনা করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *