অর্থ-বাণিজ্য ডেস্ক : ব্র্যাক ব্যাংক ও জেডটিই কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী জেডটিই কর্পোরেশন বাংলাদেশের সকল কর্মকর্তা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে বেতন গ্রহণের পাশাপাশি এমপ্লয়ি ব্যাংকিংয়ের সব ধরনের সেবা ও বিশেষায়িত সুবিধা উপভোগ করতে পারবে। গত ২৭ জুন ব্যাংকটির প্রধান কার্যালয়ে চুক্তিটির স্বাক্ষর হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষে হেড অব রিটেইল ব্যাংকিং মো.মাহীয়ুল ইসলাম এবং জেডটিই কর্পোরেশনের পক্ষে প্রতিষ্ঠানের হেড অব এইচআর আখতারুজ্জামান চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন জেডটিই কর্পোরেশন বাংলাদেশ-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অ্যান অ্যান এবং এইচআর ডিরেক্টর লি জি জিয়ান। আর ব্র্যাক ব্যাংকের পক্ষে ডিএমডি অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং খন্দকার এমদাদুল হক, ঢাকা সাউথের রিজিওনাল হেড তাহের হাসান আল মামুন, ঢাকা সাউথ রিজিওনের এরিয়া হেড তানভীর রহমান এবং হেড অব কর্পোরেট রিলেশনশিপ ইউনিট খালেদ আল ফেসানী উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::