ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

ব্যাংক খাতে কোটিপতি হিসাব এক লাখ ১৫৮৯০টি

  • আপডেট সময় : ০২:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে উচ্চ মূল্যস্ফীতি ও ডলার সংকট দীর্ঘদিনের। এর প্রভাবে ব্যাংক খাতের আমানত কমেছে। পাশাপাশি চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে কোটিপতি হিসাব এক হাজার ১৮টি কমে এক লাখ ১৫ হাজার ৮৯০ টিতে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস শেষে কোটিপতি ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৯০ টি।যা তিনমাস আগে ছিল ১ লাখ ১৬ হাজার ৯০৮ টি। অর্থাৎ মার্চ প্রান্তিকে দেশের ব্যাংকগুলোতে কোটি টাকার হিসাব কমেছে ১ হাজার ১৮টি।
চলতি বছরের জানুয়ারি-মার্চ পর্যন্ত সময়ে কোটি টাকার ব্যাংক হিসাবধারীদের আমানত ১ হাজার ৩১৬ কোটি টাকা কমেছে। মার্চ শেষে কোটি টাকার হিসাবধারীদের ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৪০ হাজার ১৫০ কোটি টাকা। এর তিন মাস আগে যার পরিমাণ ছিলো ৭ লাখ ৪১ হাজার ৪৬৬ কোটি টাকা।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, দুই বছরের বেশি সময় ধরে দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে। সদ্য সমাপ্ত মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশে ঠেকেছে। মূলত এ কারণেই মানুষ জমানো আমানতের টাকা ভেঙে খাচ্ছে। পাশাপাশি ডলারের সংকটের কারণে গত দুই বছরে ধারাবাহিকভাবে আমদানি-রপ্তানিও কমছে। যার কারণে কোটি টাকার আমানতকারীদের আমানতের পরিমাণ কমে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কোটি টাকার হিসাবধারীদের মধ্যে ১ থেকে ৫ কোটি টাকার অ্যাকাউন্টের সংখ্যা ৯২ হাজার ৫১৬টি। এসব অ্যাকাউন্টে ১.৯৪ লাখ কোটি টাকা জমা রয়েছে, যা দেশের ব্যাংকখাতের মোট আমানতের ১১ দশমিক ১১ শতাংশ। এছাড়া, ৫০ কোটি টাকা ও তার বেশি জমা আছে, এমন অ্যাকাউন্টের সংখ্যা ১ হাজার ৮১২টি। এসব অ্যাকাউন্টে মোট আমানতের পরিমাণ ২.৫ লাখ কোটি টাকা, যা দেশের মোট আমানতের ১৫ দশমিক ৪৬ শতাংশ। চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে দেশে মোট ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ২৫ লাখ। এসব অ্যাকাউন্টে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৪৯ লাখ কোটি টাকা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ব্যাংক খাতে কোটিপতি হিসাব এক লাখ ১৫৮৯০টি

আপডেট সময় : ০২:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দেশে উচ্চ মূল্যস্ফীতি ও ডলার সংকট দীর্ঘদিনের। এর প্রভাবে ব্যাংক খাতের আমানত কমেছে। পাশাপাশি চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে কোটিপতি হিসাব এক হাজার ১৮টি কমে এক লাখ ১৫ হাজার ৮৯০ টিতে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস শেষে কোটিপতি ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৯০ টি।যা তিনমাস আগে ছিল ১ লাখ ১৬ হাজার ৯০৮ টি। অর্থাৎ মার্চ প্রান্তিকে দেশের ব্যাংকগুলোতে কোটি টাকার হিসাব কমেছে ১ হাজার ১৮টি।
চলতি বছরের জানুয়ারি-মার্চ পর্যন্ত সময়ে কোটি টাকার ব্যাংক হিসাবধারীদের আমানত ১ হাজার ৩১৬ কোটি টাকা কমেছে। মার্চ শেষে কোটি টাকার হিসাবধারীদের ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৪০ হাজার ১৫০ কোটি টাকা। এর তিন মাস আগে যার পরিমাণ ছিলো ৭ লাখ ৪১ হাজার ৪৬৬ কোটি টাকা।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, দুই বছরের বেশি সময় ধরে দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে। সদ্য সমাপ্ত মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশে ঠেকেছে। মূলত এ কারণেই মানুষ জমানো আমানতের টাকা ভেঙে খাচ্ছে। পাশাপাশি ডলারের সংকটের কারণে গত দুই বছরে ধারাবাহিকভাবে আমদানি-রপ্তানিও কমছে। যার কারণে কোটি টাকার আমানতকারীদের আমানতের পরিমাণ কমে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কোটি টাকার হিসাবধারীদের মধ্যে ১ থেকে ৫ কোটি টাকার অ্যাকাউন্টের সংখ্যা ৯২ হাজার ৫১৬টি। এসব অ্যাকাউন্টে ১.৯৪ লাখ কোটি টাকা জমা রয়েছে, যা দেশের ব্যাংকখাতের মোট আমানতের ১১ দশমিক ১১ শতাংশ। এছাড়া, ৫০ কোটি টাকা ও তার বেশি জমা আছে, এমন অ্যাকাউন্টের সংখ্যা ১ হাজার ৮১২টি। এসব অ্যাকাউন্টে মোট আমানতের পরিমাণ ২.৫ লাখ কোটি টাকা, যা দেশের মোট আমানতের ১৫ দশমিক ৪৬ শতাংশ। চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে দেশে মোট ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ২৫ লাখ। এসব অ্যাকাউন্টে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৪৯ লাখ কোটি টাকা।