ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের ঘটনায় আসামি ৮ শতাধিক

  • আপডেট সময় : ০৬:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

সিলেট সংবাদদাতা : সিলেটে ইসরাইলবিরোধী বিক্ষোভ কর্মসূচির সুযোগকে কাজে লাগিয়ে বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাট করে দুষ্কৃতিকারীরা। এ সব ঘটনায় ৮ শতাধিক ব্যক্তিকে আসামি করে সিলেট কতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। মামলা সূত্রে জানা যায়, হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সিলেটের মীরবক্সটুলা এলাকার ক্ষতিগ্রস্ত রয়েলমার্ক হেটেলের ম্যানেজার (অপারেশন) আব্দুল মতিন সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজহারে তিনি নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুট ছাড়াও হোটেলের ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও এজাহারে উল্লেখ করেন। দরগাহ গেট এলাকার বাটার শো-রুমের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।

তার দায়ের করা মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ৮শ জনকে। পুলিশ কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভের সুযোগে দুস্কৃতিকারীরা সিলেট মহানগর এলাকায় ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালিয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও অনলাইনে জুতা বিক্রির বিজ্ঞাপন দেখে আমরা অনেককেই গ্রেফতার করেছি।এখন পর্যন্ত ২২ জনকে আমরা গ্রেপ্তার করেছি।এর মধ্যে ২০ জনকে মঙ্গল ও বুধবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের হত্যাযজ্ঞের প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে একদল দুষ্কৃতিকারী সিলেট মহানগর এলাকায় বাটার শো-রুমে ভাঙচুর ও লুটপাটসহ বেশ কিছু দোকানে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পারেনি। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের ঘটনায় আসামি ৮ শতাধিক

আপডেট সময় : ০৬:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

সিলেট সংবাদদাতা : সিলেটে ইসরাইলবিরোধী বিক্ষোভ কর্মসূচির সুযোগকে কাজে লাগিয়ে বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাট করে দুষ্কৃতিকারীরা। এ সব ঘটনায় ৮ শতাধিক ব্যক্তিকে আসামি করে সিলেট কতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। মামলা সূত্রে জানা যায়, হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সিলেটের মীরবক্সটুলা এলাকার ক্ষতিগ্রস্ত রয়েলমার্ক হেটেলের ম্যানেজার (অপারেশন) আব্দুল মতিন সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজহারে তিনি নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুট ছাড়াও হোটেলের ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও এজাহারে উল্লেখ করেন। দরগাহ গেট এলাকার বাটার শো-রুমের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।

তার দায়ের করা মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ৮শ জনকে। পুলিশ কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভের সুযোগে দুস্কৃতিকারীরা সিলেট মহানগর এলাকায় ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালিয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও অনলাইনে জুতা বিক্রির বিজ্ঞাপন দেখে আমরা অনেককেই গ্রেফতার করেছি।এখন পর্যন্ত ২২ জনকে আমরা গ্রেপ্তার করেছি।এর মধ্যে ২০ জনকে মঙ্গল ও বুধবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের হত্যাযজ্ঞের প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে একদল দুষ্কৃতিকারী সিলেট মহানগর এলাকায় বাটার শো-রুমে ভাঙচুর ও লুটপাটসহ বেশ কিছু দোকানে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পারেনি। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।