ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বৈশাখী আগমনে

  • আপডেট সময় : ০৮:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

শাহনেওয়াজ কবির ইমন

 

এসো হে বৈশাখ, এক কালবৈশাখী ঝড়ে;
হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব বিদীর্ণ করো চিরতরে।
বৈশাখী আগমনে নববর্ষের মহাসূচনায়,
সত্যের পদতলে পিষ্ট হোক অসত্যবলয়।

বিমূর্ত রাত উদ্ভাসিত হোক জোৎস্নাধারায়,
আনন্দ বার্তা নিয়ে আসুক নতুন সূর্যোদয়।
বৈশাখী শোভাযাত্রা হোক ঐতিহ্য বন্দনায়,
ভাতৃত্বের বন্ধনে জাগ্রত হোক জাতীয়তায়।

বিশ্ব দেখুক, জানুক বাংলাদেশের সংস্কৃতি,
জাতি, ধর্ম নির্বিশেষে ঐতিহাসিক সম্প্রীতি।
নববর্ষে প্রস্ফুটিত হোক অনাদিকালের কৃষ্টি;
আঠারো কোটি মানুষের হৃদয়ের প্রতিচ্ছবি।

নববর্ষের নবধারায় সজ্জিত হোক বাংলা;
নববর্ষের আগমনে ঋদ্ধ হোক আমজনতা।
প্রতি হৃদয়ে জাগ্রত হোক বিশুদ্ধ ভালোবাসা,
ঘৃণার ক্ষয় আর অশুভ শক্তির নিষ্ক্রিয়তা।

আনন্দচিত্তে প্রকাশিত আজ শুভকামনা;
নববর্ষের প্রাক্কালে থাক আন্তরিক শুভেচ্ছা।
বাংলাদেশে সুপ্রতিষ্ঠ হোক মহান স্বাধীনতা
প্রতিষ্ঠ হোক মেহনতি মানুষের প্রাপ্য মর্যাদা।

শুভ নববর্ষ সবার জীবনে আনুক সফলতা,
স্রষ্টার আশীর্বাদে বাংলাদেশ পাক পূর্ণতা।
প্রতিটি নববর্ষ বয়ে আনুক নতুন কিছু বারতা;
বাংলাদেশ বিশ্বজুড়ে ছড়িয়ে দিক স্বতন্ত্রতা।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বৈশাখী আগমনে

আপডেট সময় : ০৮:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

শাহনেওয়াজ কবির ইমন

 

এসো হে বৈশাখ, এক কালবৈশাখী ঝড়ে;
হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব বিদীর্ণ করো চিরতরে।
বৈশাখী আগমনে নববর্ষের মহাসূচনায়,
সত্যের পদতলে পিষ্ট হোক অসত্যবলয়।

বিমূর্ত রাত উদ্ভাসিত হোক জোৎস্নাধারায়,
আনন্দ বার্তা নিয়ে আসুক নতুন সূর্যোদয়।
বৈশাখী শোভাযাত্রা হোক ঐতিহ্য বন্দনায়,
ভাতৃত্বের বন্ধনে জাগ্রত হোক জাতীয়তায়।

বিশ্ব দেখুক, জানুক বাংলাদেশের সংস্কৃতি,
জাতি, ধর্ম নির্বিশেষে ঐতিহাসিক সম্প্রীতি।
নববর্ষে প্রস্ফুটিত হোক অনাদিকালের কৃষ্টি;
আঠারো কোটি মানুষের হৃদয়ের প্রতিচ্ছবি।

নববর্ষের নবধারায় সজ্জিত হোক বাংলা;
নববর্ষের আগমনে ঋদ্ধ হোক আমজনতা।
প্রতি হৃদয়ে জাগ্রত হোক বিশুদ্ধ ভালোবাসা,
ঘৃণার ক্ষয় আর অশুভ শক্তির নিষ্ক্রিয়তা।

আনন্দচিত্তে প্রকাশিত আজ শুভকামনা;
নববর্ষের প্রাক্কালে থাক আন্তরিক শুভেচ্ছা।
বাংলাদেশে সুপ্রতিষ্ঠ হোক মহান স্বাধীনতা
প্রতিষ্ঠ হোক মেহনতি মানুষের প্রাপ্য মর্যাদা।

শুভ নববর্ষ সবার জীবনে আনুক সফলতা,
স্রষ্টার আশীর্বাদে বাংলাদেশ পাক পূর্ণতা।
প্রতিটি নববর্ষ বয়ে আনুক নতুন কিছু বারতা;
বাংলাদেশ বিশ্বজুড়ে ছড়িয়ে দিক স্বতন্ত্রতা।

আজকের প্রত্যাশা/কেএমএএ