অর্থ-বাণিজ্য ডেস্ক : বছর ঘুরে আবারো সন্নিকটে কোরবানির ঈদ। মনের পশু কোরবানির মাধ্যমে এই উৎসবে হয় আত্মশুদ্ধির উদযাপন। আত্মীয়, প্রতিবেশী ও সুবিধাবঞ্চিতদের মাঝে মাংস বণ্টন কোরবানির অন্যতম প্রধান কাজ। ধর্মীয় ও ঐতিহ্যগতভাবে কোরবানির দিনে আমরা সাধারণত আত্মীয়-স্বজনের বাসায় কিংবা বিভিন্ন মাদ্রাসা বা এতিমখানায় মাংস পাঠিয়ে থাকি।
অনেক ক্ষেত্রেই নিরাপদে মাংস পরিবহন ও পৌঁছানো একটি চিন্তার বিষয় হয়ে থাকে। মাংস পরিবহনের ক্ষেত্রে সাধারণত পলিব্যাগসহ বিভিন্ন ধরনের নিম্নমানের ব্যাগ বহুলভাবে ব্যবহৃত হতে দেখা যায়। এগুলোর অধিকাংশই স্বাস্থ্যসম্মত নয় কিংবা বহনের ক্ষেত্রেও নিরাপদ নয়। আধুনিক যুগে মানুষের জীবনযাপনের সঙ্গে সঙ্গে চাহিদায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। বেশি পরিমাণে কাঁচা মাংস পরিবহনের ক্ষেত্রে মানুষ পলিব্যাগ ছেড়ে টেকসই ও ফুডগ্রেড ম্যাটেরিয়ালে তৈরি কার্গো বক্সের দিকে ঝুঁকছে। অধিক ভারবহনের ক্ষমতা, বহনের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করলে কার্গো বক্স অত্যন্ত যুগোপযোগী সমাধান।