নিজস্ব প্রতিবেদক : আদালতের রায় মেনে বেতন গ্রেড বৈষম্যের অবসান চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন দফতরের অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টর অডিটরগণ। গত ৮ সেপ্টেম্বর রোববার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএন্ডএজি) কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে তারা বলেন, একই নিয়োগ বিধিমালার আওতায় নিয়োগপ্রাপ্ত হয়েও অডিটর পদে দুই ধরনের বেতন গ্রেড বিদ্যমান রয়েছে। বেতন গ্রেডের বৈষম্য দূরীকরণের জন্য উচ্চ আদালতের রায় এবং আইন উপদেষ্টার ইতিবাচক মতামত থাকা সত্বেও বেতন গ্রেডের বৈষম্য নিরসন হচ্ছে না। তাদের দাবি ২০১৮ সাল থেকে আদালতের রায়কে আগ্রাহ্য করে ন্যায্য অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে।
এসময় বক্তব্য দেন অডিটর এম. ইলিয়াস আলী মন্ডল, মো. তাজ্লু ইসলাম, মো. মশিউর রহমান, মানফাত শিফির, মো. খাইরুল ইসলাম, মুকুল মিয়া, হোসনেয়ারা প্রমুখ। অডিটরদের এ দাবির প্রতি সংহতি প্রকাশ করে এস এস সুপার এবং উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তাগণ সমাবেশে যোগ দেন।