ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

বিশ্বে প্রথমবার চীনে মানুষ বনাম রোবট ম্যারাথন

  • আপডেট সময় : ০৫:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: ইতিহাসে প্রথমবারের মতো রোবট বনাম মানুষের ম্যারাথন দৌড় হতে যাচ্ছে। আগামী এপ্রিলে চীনের রাজধানী বেইজিংয়ের অন্তর্গত ড্যাক্সিং প্রশাসনিক জেলায় হবে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুসারে, ২১ কিলোমিটারের এই ম্যারাথন দৌড়ে অংশ নেবে ২০টি কোম্পানির তৈরি কয়েক ডজন মানবসদৃশ (হিউম্যানয়েড) রোবট এবং ১২ হাজার মানব অ্যাথলেট।

বেইজিংভিত্তিক অন্যতম প্রশাসনিক সংস্থা ইকোনোমিক-টেকনিক্যাল ডেভেলপমেন্ট এরিয়া এই দৌড়ের প্রধান আয়োজক। চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিপোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, রোবটগুলো দেখতে মানুষের মতো হবে সেগুলো চাকার মাধ্যমে নয় বরং মানুষের মতোই দৌড়াবে। এ রোবটগুলোর আকার হবে সর্বনিম্ন ১ ফুট ৬ ইঞ্চি থেকে ৬ ফুট ৫ ইঞ্চি। রোবটগুলোর পা থেকে মাথার দূরত্ব হবে কমপক্ষে ৪৫ সেন্টিমিটার।”

চীন বিশ্বের প্রথম ম্যারাথন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে মানুষ এবং রোবট উভয় দৌড়বিদই অংশগ্রহণ করবেন। এপ্রিলে বেইজিংয়ের ড্যাক্সিং জেলায় নির্ধারিত এই হাফ-ম্যারাথনে (২১ কিমি) কমপক্ষে কয়েক ডজন মানবিক রোবট ১২,০০০ মানব ক্রীড়াবিদদের সাথে প্রতিযোগিতা করবে বলে আশা করা হচ্ছে, এবং শীর্ষ তিন দৌড়বিদ পুরষ্কার পাবেন বলে সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) এর একটি প্রতিবেদন অনুসারে।

এ ম্যারাথনে রিমোট নিয়ন্ত্রিত কিংবা রিমোট নিয়ন্ত্রণ ছাড়াই চলতে সক্ষম— উভয় ধরনের রোবট অংশ নেবে। অপারেটরা দৌড় চলার মধ্যেই প্রয়োজনীয় সময়ে সেগুলোর ব্যাটারি পরিবর্তন করতে পারবেন।

এ ম্যারাথনে অংশ নিচ্ছে চীনের ‘রোবট তারকা’ তিয়াংগং। মানবসদৃশ এই রোবটটি প্রস্তুত করেছে এম্বোডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস রোবোটিক ইনোভেশন সেন্টার নামে এক চীনা কোম্পানি। তিয়াংগং প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম।

গত বছর বেইজিংয়ে ইঝুয়াং হাফ ম্যারাথনে অংশগ্রহণের পর তিয়ানগং শিরোনামে উঠে আসে, সেখানে এটি মানব প্রতিযোগীদের পাশাপাশি শুরু এবং শেষ উভয় লাইনেই দৌড়ায়। তবে, সেটি কোনো প্রতিযোগিতা ছিল না। এপ্রিলেই প্রথমবারের মতো মানুষ ও মানবসদৃশ্য রোবটের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। পুরো দৌড়ে অংশগ্রহণ করবে।

এই উদ্যোগটি এমন এক সময়ে এসেছে যখন চীন জনসংখ্যাগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যার মধ্যে রয়েছে বয়স্ক জনসংখ্যা এবং ক্রমশ কমতে থাকা কর্মক্ষম জনসমষ্টি। অবশ্য গত কয়েক বছরে চীনে অটোমেশন এবং রোবোটিক্সে ব্যাপকমাত্রায় বিনিয়োগ হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবে দেশটিএত ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার স্বনির্ভরতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে মানবসদৃশ রোবটকে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত করেছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্সের মতে, চীনা গ্রাহকরা ২০২৩ সালে ২৭৬,২৮৮টি রোবট ক্রয় করেছে যা বিশ্বের মোট রোবটের ৫১ শতাংশ। আগামী আগস্টে একটি ক্রীড়া টুর্নামেন্টের পরিকল্পনাও করছে বেইজিং, যেখানে মানবসদৃশ রোবটরা ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবল এবং অন্যান্য দক্ষতা-ভিত্তিক চ্যালেঞ্জগুলোতে প্রতিযোগিতা করবে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, এনডিটিভি ওয়ার্ল্ড

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিশ্বে প্রথমবার চীনে মানুষ বনাম রোবট ম্যারাথন

আপডেট সময় : ০৫:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ইতিহাসে প্রথমবারের মতো রোবট বনাম মানুষের ম্যারাথন দৌড় হতে যাচ্ছে। আগামী এপ্রিলে চীনের রাজধানী বেইজিংয়ের অন্তর্গত ড্যাক্সিং প্রশাসনিক জেলায় হবে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুসারে, ২১ কিলোমিটারের এই ম্যারাথন দৌড়ে অংশ নেবে ২০টি কোম্পানির তৈরি কয়েক ডজন মানবসদৃশ (হিউম্যানয়েড) রোবট এবং ১২ হাজার মানব অ্যাথলেট।

বেইজিংভিত্তিক অন্যতম প্রশাসনিক সংস্থা ইকোনোমিক-টেকনিক্যাল ডেভেলপমেন্ট এরিয়া এই দৌড়ের প্রধান আয়োজক। চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিপোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, রোবটগুলো দেখতে মানুষের মতো হবে সেগুলো চাকার মাধ্যমে নয় বরং মানুষের মতোই দৌড়াবে। এ রোবটগুলোর আকার হবে সর্বনিম্ন ১ ফুট ৬ ইঞ্চি থেকে ৬ ফুট ৫ ইঞ্চি। রোবটগুলোর পা থেকে মাথার দূরত্ব হবে কমপক্ষে ৪৫ সেন্টিমিটার।”

চীন বিশ্বের প্রথম ম্যারাথন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে মানুষ এবং রোবট উভয় দৌড়বিদই অংশগ্রহণ করবেন। এপ্রিলে বেইজিংয়ের ড্যাক্সিং জেলায় নির্ধারিত এই হাফ-ম্যারাথনে (২১ কিমি) কমপক্ষে কয়েক ডজন মানবিক রোবট ১২,০০০ মানব ক্রীড়াবিদদের সাথে প্রতিযোগিতা করবে বলে আশা করা হচ্ছে, এবং শীর্ষ তিন দৌড়বিদ পুরষ্কার পাবেন বলে সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) এর একটি প্রতিবেদন অনুসারে।

এ ম্যারাথনে রিমোট নিয়ন্ত্রিত কিংবা রিমোট নিয়ন্ত্রণ ছাড়াই চলতে সক্ষম— উভয় ধরনের রোবট অংশ নেবে। অপারেটরা দৌড় চলার মধ্যেই প্রয়োজনীয় সময়ে সেগুলোর ব্যাটারি পরিবর্তন করতে পারবেন।

এ ম্যারাথনে অংশ নিচ্ছে চীনের ‘রোবট তারকা’ তিয়াংগং। মানবসদৃশ এই রোবটটি প্রস্তুত করেছে এম্বোডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস রোবোটিক ইনোভেশন সেন্টার নামে এক চীনা কোম্পানি। তিয়াংগং প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম।

গত বছর বেইজিংয়ে ইঝুয়াং হাফ ম্যারাথনে অংশগ্রহণের পর তিয়ানগং শিরোনামে উঠে আসে, সেখানে এটি মানব প্রতিযোগীদের পাশাপাশি শুরু এবং শেষ উভয় লাইনেই দৌড়ায়। তবে, সেটি কোনো প্রতিযোগিতা ছিল না। এপ্রিলেই প্রথমবারের মতো মানুষ ও মানবসদৃশ্য রোবটের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। পুরো দৌড়ে অংশগ্রহণ করবে।

এই উদ্যোগটি এমন এক সময়ে এসেছে যখন চীন জনসংখ্যাগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যার মধ্যে রয়েছে বয়স্ক জনসংখ্যা এবং ক্রমশ কমতে থাকা কর্মক্ষম জনসমষ্টি। অবশ্য গত কয়েক বছরে চীনে অটোমেশন এবং রোবোটিক্সে ব্যাপকমাত্রায় বিনিয়োগ হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবে দেশটিএত ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার স্বনির্ভরতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে মানবসদৃশ রোবটকে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত করেছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্সের মতে, চীনা গ্রাহকরা ২০২৩ সালে ২৭৬,২৮৮টি রোবট ক্রয় করেছে যা বিশ্বের মোট রোবটের ৫১ শতাংশ। আগামী আগস্টে একটি ক্রীড়া টুর্নামেন্টের পরিকল্পনাও করছে বেইজিং, যেখানে মানবসদৃশ রোবটরা ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবল এবং অন্যান্য দক্ষতা-ভিত্তিক চ্যালেঞ্জগুলোতে প্রতিযোগিতা করবে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, এনডিটিভি ওয়ার্ল্ড