ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ জয়ের পুরস্কারের আড়াই কোটি রুপি ফিরিয়ে দিলেন দ্রাবিড়

  • আপডেট সময় : ০২:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপজয়ী কোচের জন্য ভারতীয় বোর্ডের বোনাস পাঁচ কোটি রুপি। কিন্তু এর অর্ধেকই ফিরিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। কারণ, সহকারী কোচদের চেয়ে এক রুপিও বেশি নিতে নারাজ ভারতের প্রধান কোচ! হিন্দুস্তান টাইমস, স্পোর্টস্টার, ইন্ডিয়াটুডেসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, পুরস্কারের আড়াই কোটি রুপি ফিরিয়ে দিয়েছেন দ্রাবিড়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের জন্য ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করে ভারতীয় বোর্ড। প্রধান কোচ দ্রাবিড়ের জন্য বরাদ্দ করা হয় ক্রিকেটারদের মতোই পাঁচ কোটি রুপি। কোচিং স্টাফের অন্য সদস্যরা, ব্যাটিং কোচ ভিক্রাম রাঠোর, বোলিং কোচ পারাস মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলিপের জন্য ছিল আড়াই কোটি রুপি করে।
কিন্তু সহকারী কোচদের চেয়ে বেশি অর্থ নিতে চাননি দ্রাবিড়। তিনিও নিজের জন্য রেখেছেন সমান আড়াই কোটি রুপিই। তার ইচ্ছের প্রতি সম্মান দেখিয়ে পরে বাকি আড়াই কোটি রুপি সব কোচের মধ্যেই ভাগ করে দিয়েছে ভারতীয় বোর্ড। দ্রাবিড়ের কাছ থেকে এমন নজির অবশ্য এবারই প্রথম নয়। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর প্রধান কোচ হিসেবে তার জন্য ৫০ লাখ রুপি ও সহকারী কোচদের ২০ লাখ রুপি করে পুরস্কার ঘোষণা করেছিল ভারতীয় বোর্ড। তখনও দ্রাবিড় ২০ লাখ রুপি নিয়ে বাকি অর্থ ভাগ করে দিয়েছিলেন সব কোচের মধ্যে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই ভারতের কোচ হিসেবে দ্রাবিড়ের দায়িত্ব শেষ হয়েছে। নতুন কোচ হিসেবে গৌতাম গাম্ভিরের নামও ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এখন গাম্ভিরের জায়গায় দ্রাবিড়কে ‘মেন্টর’ হিসেবে পেতে চায় কলকাতা নাইট রাইডার্স।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ জয়ের পুরস্কারের আড়াই কোটি রুপি ফিরিয়ে দিলেন দ্রাবিড়

আপডেট সময় : ০২:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপজয়ী কোচের জন্য ভারতীয় বোর্ডের বোনাস পাঁচ কোটি রুপি। কিন্তু এর অর্ধেকই ফিরিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। কারণ, সহকারী কোচদের চেয়ে এক রুপিও বেশি নিতে নারাজ ভারতের প্রধান কোচ! হিন্দুস্তান টাইমস, স্পোর্টস্টার, ইন্ডিয়াটুডেসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, পুরস্কারের আড়াই কোটি রুপি ফিরিয়ে দিয়েছেন দ্রাবিড়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের জন্য ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করে ভারতীয় বোর্ড। প্রধান কোচ দ্রাবিড়ের জন্য বরাদ্দ করা হয় ক্রিকেটারদের মতোই পাঁচ কোটি রুপি। কোচিং স্টাফের অন্য সদস্যরা, ব্যাটিং কোচ ভিক্রাম রাঠোর, বোলিং কোচ পারাস মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলিপের জন্য ছিল আড়াই কোটি রুপি করে।
কিন্তু সহকারী কোচদের চেয়ে বেশি অর্থ নিতে চাননি দ্রাবিড়। তিনিও নিজের জন্য রেখেছেন সমান আড়াই কোটি রুপিই। তার ইচ্ছের প্রতি সম্মান দেখিয়ে পরে বাকি আড়াই কোটি রুপি সব কোচের মধ্যেই ভাগ করে দিয়েছে ভারতীয় বোর্ড। দ্রাবিড়ের কাছ থেকে এমন নজির অবশ্য এবারই প্রথম নয়। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর প্রধান কোচ হিসেবে তার জন্য ৫০ লাখ রুপি ও সহকারী কোচদের ২০ লাখ রুপি করে পুরস্কার ঘোষণা করেছিল ভারতীয় বোর্ড। তখনও দ্রাবিড় ২০ লাখ রুপি নিয়ে বাকি অর্থ ভাগ করে দিয়েছিলেন সব কোচের মধ্যে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই ভারতের কোচ হিসেবে দ্রাবিড়ের দায়িত্ব শেষ হয়েছে। নতুন কোচ হিসেবে গৌতাম গাম্ভিরের নামও ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এখন গাম্ভিরের জায়গায় দ্রাবিড়কে ‘মেন্টর’ হিসেবে পেতে চায় কলকাতা নাইট রাইডার্স।