ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে, গ্যাসের সমাধান শিগগির: বিজিএমইএ

  • আপডেট সময় : ১১:৩৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গ্যাস ও বিদ্যুতের সমস্যা তৈরি হয়েছিল পোশাক খাতে। এ নিয়ে শঙ্কায় ছিলেন উদ্যোক্তারা। তবে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ বলছে, পোশাক কারখানায় বিদ্যুতের সমস্যা দূর হয়েছে। আর গ্যাসের সমস্যা দূর হবে শিগগিরই। গতকাল শনিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। ‘মেইড ইন বাংলাদেশ উইক’ নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজিএমইএ পর্ষদ সদস্যসহ উপস্থিত ছিলেন পোশাকখাতের উদ্যোক্তারা। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক কারখানায় সাম্প্রতিক যে বিদ্যুৎ সমস্যা তৈরি হয়েছিল তার সমাধান হয়েছে। উৎপাদন অব্যাহত রয়েছে কারখানায়। ব্রুনাই থেকে গ্যাস আসলে গ্যাসের সমস্যারও সমাধান হবে। ‘আমাদের ঢাকা-চট্টগ্রাম রুটে যে সমস্যা হয়েছিল, তার সমাধান হয়েছে। ঢাকা বিমানবন্দরে স্ক্যানিং মেশিন জটিলতায় পড়তে হয়েছিল একসময়। এখন চারটি স্ক্যানার বসানো হয়েছে। প্রায় সময়ই সেগুলো অলস পড়ে থাকে। বলতে পারি, রপ্তানির ক্ষেত্রে ঢাকা বিমানবন্দরেও কোনো জটিলতা নেই।’
সম্প্রতি শেষ হওয়া মেইড ইন বাংলাদেশ উইক নিয়ে তিনি বলেন, আমরা বিজিএমইএ’র ইতিহাসে প্রথমবার ৭ দিনব্যাপী মেগা ইভেন্ট ‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদযাপন করেছি। এতে মোট ১৭টি কর্মসূচি ছিল। আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল তিনটি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে, গ্যাসের সমাধান শিগগির: বিজিএমইএ

আপডেট সময় : ১১:৩৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : গ্যাস ও বিদ্যুতের সমস্যা তৈরি হয়েছিল পোশাক খাতে। এ নিয়ে শঙ্কায় ছিলেন উদ্যোক্তারা। তবে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ বলছে, পোশাক কারখানায় বিদ্যুতের সমস্যা দূর হয়েছে। আর গ্যাসের সমস্যা দূর হবে শিগগিরই। গতকাল শনিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। ‘মেইড ইন বাংলাদেশ উইক’ নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজিএমইএ পর্ষদ সদস্যসহ উপস্থিত ছিলেন পোশাকখাতের উদ্যোক্তারা। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক কারখানায় সাম্প্রতিক যে বিদ্যুৎ সমস্যা তৈরি হয়েছিল তার সমাধান হয়েছে। উৎপাদন অব্যাহত রয়েছে কারখানায়। ব্রুনাই থেকে গ্যাস আসলে গ্যাসের সমস্যারও সমাধান হবে। ‘আমাদের ঢাকা-চট্টগ্রাম রুটে যে সমস্যা হয়েছিল, তার সমাধান হয়েছে। ঢাকা বিমানবন্দরে স্ক্যানিং মেশিন জটিলতায় পড়তে হয়েছিল একসময়। এখন চারটি স্ক্যানার বসানো হয়েছে। প্রায় সময়ই সেগুলো অলস পড়ে থাকে। বলতে পারি, রপ্তানির ক্ষেত্রে ঢাকা বিমানবন্দরেও কোনো জটিলতা নেই।’
সম্প্রতি শেষ হওয়া মেইড ইন বাংলাদেশ উইক নিয়ে তিনি বলেন, আমরা বিজিএমইএ’র ইতিহাসে প্রথমবার ৭ দিনব্যাপী মেগা ইভেন্ট ‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদযাপন করেছি। এতে মোট ১৭টি কর্মসূচি ছিল। আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল তিনটি।