বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে জমে উঠেছে বিএফডিসি। আজ (২ এপ্রিল) দুপুরে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বিএফডিসিতে এলে তাকে ঘিরে ডিপজল-মিশা জয়ধ্বনিতে মুখরিত হতে থাকে চারদিক। এ সময় ডিপজলের সঙ্গে উপস্থিত অভিনেতা মিশা সওদাগর। এ সময় ডিপজল বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই মিলে আনন্দ করে মনোনয়নপত্র জমা দিতে এসেছি। আমরা একটা পরিবর্তনের প্রত্যাশা করছি যা ইন্ডাস্ট্রিকে ভালোর দিকে নিয়ে যাবে।’ সভাপতি প্রার্থী মিশা বলেন, ‘মনোনয়ন জমা দিতে এসেছি। আশা করি সব শিল্পী আমাদের প্যানেলের সঙ্গে থাকবে। তারা পাশে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত।’ এদিকে আগামী ১৯ এপ্রিল বিএফডিসিতে সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছরও দুটি প্যানেল হতে যাচ্ছে। একটির সভাপতি হিসেবে লড়বেন অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসেবে মনোয়ার হোসেন ডিপজল। আরেকটি প্যানেলের সভাপতি হিসেবে লড়াই করবেন চিত্রনায়ক মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক হিসেবে চিত্রনায়িকা নিপুণ।
জনপ্রিয় সংবাদ