রাজধানীর মোহাম্মদপুরের বায়তুল হারাম মসজিদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন (২০২৪-২৭) অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ আগস্ট হওয়া এই নির্বাচনে জসিম-ফিরোজ পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন।
কার্যনির্বাহী পরিষদে নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ মাওলানা জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ এবিএম ফিরোজ আবেদীন। আলহাজ দেওয়ান আবদুল বারী সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ এমএ মান্নান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আজিজুর রহমান (লাকী) ও সৈয়দ ইসরাত আলী (লাল্লু), কোষাধ্যক্ষ পদে মো. নওসেদ আলম হাজরা (রেজা) এবং দপ্তর সম্পাদক পদে ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী (রানা) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হয়েছেন ডা. মো. মজিবুর রহমান (জিল্লু), একেএম রশীদুজ্জামান (খোকন), সরওয়ার হোসেন চৌধুরী, হাজী সৈয়দ মাহাবুবুল হক (হিরণ), মো. আফজাল হোসেন, মো. আব্দুল জব্বার, মাহবুব সোবহান (নোবেল), মো. আবু তালেব, মো. সাদিকুল ইসলাম, এসএম আনিসুর রহমান (মঞ্জু), মো. সিরাজুল ইসলাম ও মো. আরিফ আলী।
দৈনিক আজকের প্রত্যাশা/কেএমএএ