ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাজেটে হিজড়া-বেদে জনগোষ্ঠীর ভাতাভোগীর সংখ্যা বেড়েছে

  • আপডেট সময় : ০৩:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের বাজেটের থেকে প্রস্তাবিত বাজেটে হিজড়া ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য অর্থ বাড়ানো না হলেও ভাতাভোগীর সংখ্যা বেড়েছে। ভাতা বাবদ আগামী ২০২৩-২৪ অর্থবছরে ৩৯ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্থফা কামাল। বর্তমান ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩২ কোটি ছয় টাকা। বৃহস্পতিবার (১ জুন) সংসদে বাজেট অর্থমন্ত্রী প্রতিবন্ধী ভাতা কার্যক্রম খাতের জন্য এই বাজেট বরাদ্দ পেশ করেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্থফা কামাল বলেন, হিজড়া জনগোষ্ঠীর ভাতাভোগীর সংখ্যা চার হাজার ৮১৫ জন থেকে প্রায় দুই হাজার ৬৫ জন বাড়ানো হয়েছে। বর্তমানে ভাতাভোগীর সংখ্যা ছয় হাজার ৮৮০ জন। পাশাপাশি বিশেষ ভাতাভোগীর সংখ্যা দুই হাজার ৬০০ জন হতে পাঁচ হাজার ৬২০ জন করা হয়েছে। তিনি বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা ৬৯ হাজার ৫৭৩ জন হতে ৮২ হাজার ৫০৩ জনে বাড়ানো হয়েছে। বিশেষ ভাতাভোগীর সংখ্যা ৪৫ হাজার ২৫০ জন থেকে ৫৪ হাজার ৩০০ জনে উন্নীত করা হয়েছে। এছাড়া, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা মোট ২১ হাজার ১০৩ জন থেকে ২৬ হাজার ২৮৩ জনে বৃদ্ধি করা হয়।
অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকারের মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য এবং বর্তমান আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থবছরের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রমকে যৌক্তিকভাবে সাজিয়েছি। আগামী অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতে কিছু কিছু ক্ষেত্রে উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার পরিবর্তন করা হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাজেটে হিজড়া-বেদে জনগোষ্ঠীর ভাতাভোগীর সংখ্যা বেড়েছে

আপডেট সময় : ০৩:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের বাজেটের থেকে প্রস্তাবিত বাজেটে হিজড়া ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য অর্থ বাড়ানো না হলেও ভাতাভোগীর সংখ্যা বেড়েছে। ভাতা বাবদ আগামী ২০২৩-২৪ অর্থবছরে ৩৯ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্থফা কামাল। বর্তমান ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩২ কোটি ছয় টাকা। বৃহস্পতিবার (১ জুন) সংসদে বাজেট অর্থমন্ত্রী প্রতিবন্ধী ভাতা কার্যক্রম খাতের জন্য এই বাজেট বরাদ্দ পেশ করেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্থফা কামাল বলেন, হিজড়া জনগোষ্ঠীর ভাতাভোগীর সংখ্যা চার হাজার ৮১৫ জন থেকে প্রায় দুই হাজার ৬৫ জন বাড়ানো হয়েছে। বর্তমানে ভাতাভোগীর সংখ্যা ছয় হাজার ৮৮০ জন। পাশাপাশি বিশেষ ভাতাভোগীর সংখ্যা দুই হাজার ৬০০ জন হতে পাঁচ হাজার ৬২০ জন করা হয়েছে। তিনি বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা ৬৯ হাজার ৫৭৩ জন হতে ৮২ হাজার ৫০৩ জনে বাড়ানো হয়েছে। বিশেষ ভাতাভোগীর সংখ্যা ৪৫ হাজার ২৫০ জন থেকে ৫৪ হাজার ৩০০ জনে উন্নীত করা হয়েছে। এছাড়া, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা মোট ২১ হাজার ১০৩ জন থেকে ২৬ হাজার ২৮৩ জনে বৃদ্ধি করা হয়।
অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকারের মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য এবং বর্তমান আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থবছরের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রমকে যৌক্তিকভাবে সাজিয়েছি। আগামী অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতে কিছু কিছু ক্ষেত্রে উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার পরিবর্তন করা হয়েছে।