ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীরা। গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ বাজারে এই মনিটরিং কার্যক্রম চালান তারা। এসময় শিক্ষার্থীরা বাজার ঘুরে কাঁচামাল, মাছ, মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করেন। একইসঙ্গে অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার পরামর্শ দেন তারা। স্বেচ্ছাসেবক দলে উপস্থিত ছিলেন আইফাত ইসলাম, আসিফ নজরুল, জান্নাত ইসলাম জেমি, ফারদিন আহমেদ হৃদয়, সজল মিয়া, জোবায়েদ, সিজান, আফিফ হুসাইন সাইম, ইরাম জাহান জাকো প্রমুখ। আইফাত ইসলাম বলেন, ‘জবভড়ৎস অংযঁমধহল’ নামে মেসেঞ্জারে আমরা একটি গ্রুপ খুলেছি। ওই গ্রুপের মাধ্যমেই সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।