নিজস্ব প্রতিবেদক : াকার বসুন্ধরায় একটি ফ্ল্যাটে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে তিন বছরের শিশু আয়ানের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বুধবার ভোর ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় আয়ান মারা যায়। শরীরে ৭০ শতাংশ পোড়া নিয়ে গত সোমবার রাতে মাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছিল শিশুটি। দগ্ধ তিনজনের মধ্যে আয়ানের মা রুকসি আক্তারের (২০) কিছুদিন আগেই ঢাকার এভারকেয়ার হাসপাতলে ব্রেইন টিউমার অপারেশন হয়েছে। এছাড়া আয়ানের খালা ফুতু আক্তার (১৮) এবং নানা আব্দুল মান্নানও (৬০) দগ্ধ হয়েছেন। তাদের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। বাচ্চু মিয়া জানান, তিনজনের মধ্যে রুকসি এবং ফুতুর শরীরের ৫৫ শাতাংশ পুড়েছে এবং আব্দুল মান্নানের পুড়েছে ৫০ শতাংশ। এভারকেয়ার হাসপাতালে রুকসির চিকিৎসা চালাতে ঢাকায় থাকার জন্য বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের নিচতলার ফ্ল্যাটটি কয়েকদিনের জন্য ভাড়া নিয়েছিলেন আব্দুল মান্নান। তার আত্মীয় আহমেদ মোস্তফা বলেন, “গত ৬ তারিখ এভারকেয়ারে রুকসির অপারেশন হয়। তারপর বাসায় আনা হয় তাকে। ওইদিন সন্ধ্যায় বিদুৎ চলে যায়। রুমে এসি চালানো ছিল। পরে আবার বিদুৎ আসার পর বিষ্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ”
বাড্ডা জোনের পুলিশের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বলেন, “আমরা প্রাথমিক তদন্তে জেনেছি ওই কক্ষের এসির বিস্ফোরণ থেকে এই হতাহতের ঘটনা ঘটেছে।