ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

বরিশাল সিটি নির্বাচনে ৮৮ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

  • আপডেট সময় : ১২:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • ১৭ বার পড়া হয়েছে

বরিশাল সংবাদদাতা : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবারে ৮৮টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ সূত্রে জানা যায়, এবারের সিটি নির্বাচনে মোট ১২৬টি ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে ৮৮টি অধিক ঝুঁকিপূর্ণ, ২৭টি ঝুঁকিপূর্ণ এবং ১১টি সাধারণ। বরিশাল সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং অফিসার মনিরুল ইসলাম জানান, সাধারণ কেন্দ্রগুলোতে ২০ থেকে ২২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকে। তবে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তায় আরও ৪-৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বেশি থাকেন। পাশাপাশি সকল কেন্দ্রেই জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। তিনি বলেন, সামনে আমাদের সভা রয়েছে, সেই সভায় সিদ্ধান্ত হলে জানা যাবে ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্রে কতজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন। মূলত স্থান ও পরিবেশ বিবেচনায় ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোট কেন্দ্রগুলো বিন্যাস করা হয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল সিটি নির্বাচনে ৮৮ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

আপডেট সময় : ১২:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

বরিশাল সংবাদদাতা : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবারে ৮৮টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ সূত্রে জানা যায়, এবারের সিটি নির্বাচনে মোট ১২৬টি ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে ৮৮টি অধিক ঝুঁকিপূর্ণ, ২৭টি ঝুঁকিপূর্ণ এবং ১১টি সাধারণ। বরিশাল সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং অফিসার মনিরুল ইসলাম জানান, সাধারণ কেন্দ্রগুলোতে ২০ থেকে ২২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকে। তবে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তায় আরও ৪-৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বেশি থাকেন। পাশাপাশি সকল কেন্দ্রেই জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। তিনি বলেন, সামনে আমাদের সভা রয়েছে, সেই সভায় সিদ্ধান্ত হলে জানা যাবে ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্রে কতজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন। মূলত স্থান ও পরিবেশ বিবেচনায় ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোট কেন্দ্রগুলো বিন্যাস করা হয়।